রানা সাত্তার

চট্টগ্রাম মহানগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত কর্ণফুলী ব্রিজ ঘিরে দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “যানজট নিরসনে সবার অংশগ্রহণ ও দায়িত্ববোধ জরুরি। শৃঙ্খলা বজায় রাখলে চট্টগ্রামকে সহজেই একটি সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও যানজটমুক্ত নগরীতে রূপান্তর করা সম্ভব।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বাস মালিক সমিতির সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় মেয়র পরিবহন মালিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের দাবিগুলোর আলোকে আগামী ২০ অক্টোবর (সোমবার) দুপুর ৩টায় লালদিঘীস্থ চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পরবর্তী বৈঠক আহ্বান করেন।

নতুন বাস টার্মিনালের দাবিঃ

সভায় পরিবহন মালিকরা বলেন, কর্ণফুলী ব্রিজ সংলগ্ন নোমান কলেজের পাশে একটি নতুন বাস টার্মিনাল নির্মাণ এখন সময়ের দাবি। বর্তমানে সেতুর উভয় প্রান্তে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, এতে সাধারণ মানুষ ও পরিবহন চালকরা ভোগান্তিতে পড়ছেন।

তারা আরও বলেন, শাহ আমানত সেতু নির্মাণের ব্যয় বহু আগেই উঠে গেছে। তবুও টোল আদায় অব্যাহত থাকায় জনগণ ও পরিবহন খাতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। তাই শাহ আমানত সেতুর টোল আদায় বন্ধের দাবি জানান তারা। পাশাপাশি অবৈধ হকার্স, সিএনজি ও অটোরিকশার কারণে সৃষ্ট যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কার্যকর ভূমিকা কামনা করেন।

যানজট নিরসন কমিটি’ গঠনঃ

মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে পরিবহন মালিক, শ্রমিক ও ট্রাফিক বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ‘যানজট নিরসন কমিটি’ গঠন করা হবে। আগামী সোমবারের বৈঠকেই এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, “চসিক ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কর্ণফুলী এলাকায় একটি নতুন বাস টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছিল, কিন্তু ভূমি সংক্রান্ত মামলার কারণে প্রকল্পটি আটকে আছে। বিষয়টি আদালতে বিচারাধীন, তবে দ্রুত সমাধানের জন্য আমরা জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”

শৃঙ্খলাপূর্ণ শহর গঠনে মেয়রের অঙ্গীকারঃ

মেয়র বলেন, “আমাদের লক্ষ্য চট্টগ্রামকে একটি আধুনিক, শৃঙ্খলাপূর্ণ ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলা। এজন্য সবার দায়িত্ববোধ ও সম্মিলিত প্রয়াস প্রয়োজন। নগরের উন্নয়নে নাগরিক ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতাই হতে পারে টেকসই সমাধানের পথ।”

উপস্থিত ছিলেন

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, ডিসি (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দীন আহমেদ, চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, ঈগল পরিবহনের সভাপতি ও সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসু, নগর মেট্রো সার্ভিসের সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী, ঈগল প্লাস পরিবহনের পরিচালক এমদাদুল হক বাদশা, পরিবহন মালিক সমিতির নেতা আকতার মেম্বার, জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন, জসিম উদ্দিন, শওকত আকবরসহ অনেকে।

চট্টগ্রামের নগর পরিবহন ব্যবস্থায় কর্ণফুলী ব্রিজ এলাকায় যানজট নিরসন এখন সময়ের দাবি। সিটি কর্পোরেশনের নেতৃত্বে গঠিত নতুন কমিটি ও প্রস্তাবিত বাস টার্মিনাল বাস্তবায়িত হলে নগরবাসী পেতে পারে যানজটমুক্ত চট্টগ্রামের স্বপ্নপূরণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ