আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ইব্রাহিম খলিলের বিরুদ্ধে নানা অনিয়ম, অসদাচরণ ও দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিতভাবে তার অপসারণের আবেদন করা হয়েছে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, ইউপি সদস্য ইব্রাহিম খলিল দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে চরম অবহেলা, স্বজনপ্রীতি, ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পে অর্থ আত্মসাৎ এবং সাধারণ জনগণের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এবং ভোটারদের আস্থা হারিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, জনগণের স্বার্থে প্রাপ্ত সরকারি প্রকল্পগুলো তিনি নিরপেক্ষভাবে বণ্টন না করে আত্মীয়স্বজনকে সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া জনসেবামূলক কাজে দায়িত্ব পালনের পরিবর্তে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যক্তিগত স্বার্থে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীরা জানান, “আমরা বহুবার ইউপি সদস্যের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছি, কিন্তু তিনি কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে প্রশাসনের কাছে তার অপসারণের আবেদন করেছি।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার বলেন, “অভিযোগপত্রটি পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ