আনোয়ারা  প্রতিনিধি

আনোয়ারার কৃতি সন্তান, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম (অব.) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১০ অক্টোম্বর শুক্রবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান ছিলেন। তিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত হন।

তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম সাহেবের ছোট ভাই।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  মরহুমের আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আনোয়ারাবাসীসহ নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ