রানা সাত্তার, চট্টগ্রামঃ
চট্টগ্রামের আনোয়ারায় ১২ বছর বয়সী শিশু মোঃ রিফাতুল ইসলাম মাত্র ৭ মাসেই কোরআনে হাফেজ হয়েছেন। অল্প সময়ের মধ্যে ৩০ পারা কোরআন মুখস্থ করে পরিবার, এলাকাবাসী ও শিক্ষকদের অবাক করে দিয়েছে রিফাত। সে আনোয়ারা উপজেলার তাকরিমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা হিফজ বিভাগের ছাত্র এবং রিফাত আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী গ্রামের মোহাম্মদ আব্দুল গফুরের ছেলে।
জানা যায়, ছেলে জন্মের আগেই মায়ের নিয়ত ছিল ছেলে হলে তাকে কোরআনে হাফেজ বানাবেন। এতে মত ছিল বাবারও। যেমন নিয়ত,তেমন কাজ। এরপর ২০২৪ সালের শুরুর দিকে বাবা ও মায়ের ইচ্ছায় ছেলে রিফাত কে বারশত ইউনিয়নের কালিবাড়ি সংলগ্ন তাকরিমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা হিফজ বিভাগে ভর্তি করা হয়। এরপর ৭ মাসে পবিত্র কোরআন মুখস্ত করে কোরআনের হাফেজ হন। এতে পরিবারে দেখা দেয় পরিবর্তন। পরিবারের সবার মধ্যে কথাবর্তা,আদব কায়দা, নামাজ কালামে পরিবর্তন চলে আসে।
শিশু হাফেজ মোঃরিফাতুল ইসলাম বলেন, মা-বাবা ও মাদরাসার ওস্তাদদের সহযোগিতায়া আমি সাত মাসের মধ্যে হিফজ্ সম্পন্ন করি। সবার কাছে দোয়া চায় আমি যেন দেশ বরেণ্য হাফেজে আলেম হতে পারি। রিফাতের বাবা আব্দুল গফুর বলেন, আমার ছেলে জন্ম হওয়ার আগেই তার মায়ের নিয়ত ছিল ছেলেকে হাফেজ বানানোর। আল্লাহর রহমতে আমাদের আশা পূর্ণ হয়েছে। আমরা দেশবাসীর কাছে দোয়া চায় আমার ছেলে যেন দেশ বরেণ্য হাফেজ ও আলেম হতে পারে যেন দ্বীন ও ইসলামের জন্য কাজ করতে পারে।
মাদরাসার পরিচালক মুফতী আসআদ তলহা বলেন, ২০২৪ সালের শুরুর দিকে রিফাত হিফজ বিভাগে ভর্তি হয়ে মাত্র সাত মাসের মধ্যে হিফজ্ সম্পন্ন করে। এতে তার পিতা-মাতার আন্তরিকতা সহযোগিতা এবং উস্তাদের নিবিড় পর্যবেক্ষণ এবং সহযোগিতা ছিল। গত ১ অক্টোবর ২০২৩ তাকরিমুল কুরআন প্রতিষ্ঠিত হয়। এক বৎসরের মধ্যে ২২ জন ছাত্র হিফজ সম্পন্ন করেন।