চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র নয়া সিবিএ সভাপতি ফয়েজ আহম্মদ (বাবুল) সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান পদে ঘোষিত হয়েছেন । ইতিপূর্বে তারা চউক জাতীয়তাবাদী কর্মচারী দল (রেজি নং চট্ট ২৯৪৯) দায়িত্বে ছিলেন।
কমিটির সহ – সভাপতি হলেন নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী , যুগ্ন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হেমায়েত ইসলাম সবুজ , অর্থ সম্পাদক শাহদাত হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক আবু জাফর ইকবাল , কার্যকরী সদস্য জাকির হোসেন , আবদুল মান্নান ও মোঃ আবুল বশর।
গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ সালে গিয়াস উদ্দিন (পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন ) এর স্বাক্ষর সম্বলিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। প্রসংগত গত ১৫ আগষ্ট চউক জাতীয়তাবাদী কর্মচারী দলের নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়।