আনোয়ারা  প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে আনোয়ারা উপজেলায়। রীতি অনুযায়ী বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে বেজে ওঠে বিদায়ের বিষাদের সুর। দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিমা বিসর্জন। উপজেলার পারকি সমুদ্র সৈকতসহ বিভিন্ন নদী ও খাল ঘাটে ভক্তদের অংশ গ্রহণে একে একে বিসর্জন দেওয়া হয় প্রতিমা।

এবার আনোয়ারা উপজেলায় মোট ৩০৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১১৪টি মণ্ডপে প্রতিমাপূজা এবং বাকিগুলোতে ঘটপূজা হয়। পূজা উদযাপন শেষে প্রতিটি মণ্ডপ থেকেই আনুষ্ঠানিকভাবে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়।

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজাকে ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শান্তিপূর্ণভাবে পূজা ও বিসর্জন সম্পন্ন হওয়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও আয়োজকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ