মাছরুর চৌধুরী
জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের জয়নুল আবেদীন আর্ট গ্যালারিতে গত ২৬ ও ২৭শে জানুয়ারি অনুষ্ঠিত হলো মৃন্ময়ী আর্ট স্কুলের বার্ষিক চিত্রপ্রদর্শনী। দুদিন ব্যাপী আয়োজিত চিত্র প্রদর্শনীর শেষ দিন সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মিলনায়তনে আয়োজন করা হয় পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের সম্মানিত পরিচালক,বিশিষ্ট নাট্যকার ও গবেষক অভীক ওসমান,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের চারুকলা প্রশিক্ষক ও বিশিষ্ট চিত্রশিল্পী সাইকা পারভীন,প্রধান আলোচক বিশিষ্ট কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অদিতি সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক টুনটু দাশ বিজয় ও শিল্পকলা একাডেমী চট্টগ্রাম ফ্যান গ্রুপ এর এডমিন ও নাট্যকর্মী মোঃ ফোরকান রাসেল, স্বেচ্ছাসেবী ব্লাড ফোরামের সভাপতি বিবি ফাতেমা।
আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃন্ময়ী আর্ট স্কুলের পরিচালক লিটন দেবনাথ লিখন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য,গান দিয়ে সাজানো হয় সনদপত্র প্রদান অনুষ্ঠান উপলক্ষে।অদিতি সঙ্গীত নিকেতন এর শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী পূর্না দাশ।
চিত্র প্রদর্শনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৃন্ময়ী আর্ট স্কুলের চিত্রাঙ্কন প্রশিক্ষক তানজিলা আফরিন,উৎস দাশ,অংকন দেবনাথ,শাহীনূর মৌসুমী,কেয়া তালুকদার,অর্পিতা দত্ত,অদিতি নাথ।প্রধান অতিথি অভীক ওসমান বলেন- সুন্দর সুন্দর চিত্রাঙ্কন করা মঞ্চের সামনের এই ক্ষুদে শিক্ষার্থীরা অনেক বড় বড় শিল্পী হোক এই অনুপ্রেরণা জানায়। শিল্প সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে মৃন্ময়ী আর্ট স্কুল সবাইকে নিয়ে উন্নত জাতি গঠনে কাজ করে যাবে এই প্রত্যাশা।প্রদর্শনীতে ১৭১ টি চিত্রকর্ম প্রদর্শিত হয় ৮০ জন ক্ষুদে শিল্পীর অনন্য শৈল্পিকগুণে।প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল কে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ছিল।



