মাসিক জীবন্ত কাগজ ও গ্ল্যামার পত্রিকার সম্পাদক মনোয়ার আজিজ চৌধুরী ২২ জানুয়ারী ভোররাতে কাতালগঞ্জস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না….. রাজেউন) ।
ওইদিন বাদে এশা কাতালগঞ্জ মৌলভী বশির উল্লাহ জামে মসজিদে মরহুমের ১ম নামাজে জানাযা ও ২৩ জানুয়ারী বাদে জুমা রাঙ্গুনিয়াস্থ নিজ বাড়ীতে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। প্রথম ও ২য় জানাযায় বিপুল সংখ্যক মুছল্লি অংশ নেন।
মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ছেলের বউ, মেয়ে ও মেয়ের জামাই , নাতি নাতনী সহ বহু নিকট আত্মীয় – স্বজন রেখে যান।
তাঁর মৃত্যুতে সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক ও চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি এম. আলী হোসেন, মাসিক আইন কন্ঠের সম্পাদক এডভোকেট ফয়েজুর রহমান বেলাল ও সাংবাদিক নজরুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন ।
বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাগ কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



