সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো বাধা রইলো না। রোববার প্রার্থিতা ফেরত চেয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে করা আপিল আবেদনের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এ সময় মান্না বলেন, ‘ষড়যন্ত্র করে জেতা যায় না। গণতন্ত্রের লড়াইয়ে ষড়যন্ত্র দীর্ঘস্থায়ী হতে পারে না। আজকের রায় তার প্রমাণ। যারা মনে করছেন প্রতিপক্ষকে বাদ দেয়ার মধ্যেই আমরা বিজয় অর্জন করতে পারি, তারা গণতন্ত্রর পথ রুদ্ধ করার চেষ্টা করছেন।’

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ