২৮নভেম্বর বৃহস্পতিবার অপরাহ্নে থিয়েটার হলরুমে কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার চট্টগ্ৰাম শাখার আয়োজনে “শব্দেরা মেলুক ডানা আকাশ পানে” শিরোনামে কবিতা আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল।
সন্মানিত অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন সঞ্জীব বড়ুয়া(অধ্যাপক, কবি ও নাট্য ব্যাক্তিত্ব),শুক্কুর চৌধুরী, কবি, সংগঠক ও মুক্তিযোদ্ধা (প্রধান উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটি),অরুপ কুমার বড়ুয়া, কবি ও গীতিকার। (সভাপতি কেন্দ্রীয় কমিটি),শিরীন আফরোজ (সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি),মার্জিয়া খানম সিদ্দিকা, (উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি),সুপ্রিয় কুমার বড়ুয়া, কবি ও বাচিক শিল্পী। (সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি),জীতেন্দ্রলাল বড়ুয়া, অধ্যাপক, কবি ও লেখক (সভাপতি, চট্টগ্ৰাম জেলা কমিটি) উপস্থাপনায়ঃ কবি সুমন রহমান, (প্রতিষ্টাতা ও পরিচালক, কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার)ওদিলরুবা খানম চৈতী(জনপ্রিয় বাচিক শিল্পী ও উপস্থাপিকা) কবিতা -আবৃত্তি পরিবেশন করেন-কবি অনিতা দাস ঢাকা, কবি রাজিয়া সুলতানা শিম্মা ঢাকা, প্রতিমা দাস, উত্তম কুমার দাস, শিরিন আফরোজ, শরণংকর বড়ুয়া, মারজিয়া খানম সিদ্দিকা, অরুপ কুমার বড়ুয়া, সুপ্রিয় কুমার বড়ুয়া, আলমগীর হোসেন, হোসেন বাবলা (চট্রগ্রাম)সিমলা চৌধুরী, তটিনী বড়ুয়া, সোমা মুৎসুদ্দি, সুপর্ণা বড়ুয়া লিপি, দিপিকা রানী বড়ুয়া, শর্মি বড়ুয়া, মাহবুবা চৌধুরী, তহুরা পিংকী, রায়হানা হাসিব, সৌভিক চৌধুরী, শবনম ফেরদৌসী, শাহিন ফেরদৌসী, শিমুল পারভীন প্রমুখ।