নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)’র নতুন জাহাজ এমবি বাংলার নবযাত্রা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) যুক্তরাজ্যের লন্ডনে জাহাজটির অফিসিয়াল ডেলিভারি সম্পন্ন হয়। লন্ডনের স্থানীয় সময় সকাল ৮টা ১৯ মিনিটে এবং বাংলাদেশ সময় দুপুর ২টা ১৯ মিনিটে জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান Hellenic Dry Bulk Ventures LLC–এর আইনজীবী প্রতিষ্ঠান Stephenson Harwood LLP–এর কার্যালয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়।
জানা গেছে, বিএসসির নিজস্ব অর্থায়নে কেনা এই জাহাজটির আগের নাম ছিল XCL LION। ডেলিভারি অনুষ্ঠানে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক সহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। এই সময়ে চীনে অবস্থানরত বিএসসির বাণিজ্য শাখার নির্বাহী পরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অনলাইনে যুক্ত হন। এতে জাহাজের মাস্টার, চিফ ইঞ্জিনিয়ারসহ নাবিকরাও অংশ নেন। চট্টগ্রামে অবস্থিত বিএসসির প্রধান কার্যালয় থেকেও কর্মকর্তারা ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
সূত্রমতে চুক্তির শর্ত অনুযায়ী ২৯ জানুয়ারি চীনের Jingjiang Nanyang Shipbuilding Co Ltd শিপইয়ার্ডে জাহাজটির ফিজিক্যাল ডেলিভারি সম্পন্ন হবে। এরপরই জাহাজটি সরাসরি বাণিজ্যিক কার্যক্রম ও পণ্য পরিবহনে যুক্ত করা হবে।
চুক্তি অনুযায়ী প্রতিটি জাহাজের মূল্য ধরা হয়েছে ৩৮ দশমিক ৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার। দুটি জাহাজের মোট সমন্বিত মূল্য ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন ডলার, যা সরকারি প্রাক্কলিত ব্যয়ের তুলনায় প্রায় ৪ দশমিক ৬ শতাংশ কম। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাহাজগুলো আধুনিক নকশা ও প্রযুক্তিসম্পন্ন, জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। আন্তর্জাতিক পরিবেশগত মান বজায় রেখে নির্মিত এসব জাহাজে উচ্চমানের ইউরোপীয় ও জাপানি যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে।
এর আগে এই প্রকল্পের প্রথম জাহাজ এমবি বাংলার প্রগতি গত অক্টোবর ২০২৫ সালে একই শিপইয়ার্ড থেকে গ্রহণ করা হয়। জাহাজটি বর্তমানে বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক-সম্পাদক-মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত : সংক্ষিপ্ত জীবনী
- শিল্পকলা একাডেমী চট্টগ্রামে মৃন্ময়ী আর্ট স্কুলের বার্ষিক চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- বিএসসির বহরে এবার এলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’
- দৃশ্যপট চট্টগ্রাম -১৩ ধানের শীষ এগিয়ে আছে, ভোট বাড়ছে দাঁড়িপাল্লার মোমবাতিও ঝিলিক মারতে পারে
- এরশাদ উল্লাহ’র ধানের শীষের সমর্থনে চট্টগ্রাম-৮ আসনের বিভিন্ন স্থানে এ্যাব নেতৃবৃন্দের ব্যাপক প্রচার-প্রচারণা
- লাঙ্গলে ভোট চাই, লাঙ্গল এ জাতিকে সুশাসন দিয়েছিল: আবু তাহের
- বাশঁখালীতে কাটছে মাটি কাঁপছে বাঁধ,তৈরি হচ্ছে মরণ ফাঁদ
- সাংবাদিক মনোয়ার আজিজ চৌধুরী ইন্তেকাল ও দাফন সম্পন্ন
- শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি
- বেশ কিছু ছুটি বাতিল, রোজায় খোলা থাকছে স্কুল



