রানা সাত্তার, চট্টগ্রাম
ঈদের বাকি মাত্র আর একদিন।ঘরমুখো মানুষের চাপ বেড়ে হয়েছে মহাসড়কে গাড়ি কয়েকগুণ।নিরাপদ ও নির্বঘ্নে মানুষ বাড়ি ফিরা ও ঈদ পালন করে আবার কর্মস্থলে ফিরতে বিআরটিএ সতর্কতামুলক বিজ্ঞপ্তি জারি করেছে।এতে বলা হয়েছে
আসন্ন ঈদুল ফিতরের আগের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে।
গত বৃহস্পতিবার সকালে বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে আয়োজিত সভায় এমনটি জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
সচিব বলেন, তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।
এ ছাড়া আসন্ন ঈদ উপলক্ষে সিএনজি/ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বের ৭ (সাত) দিন এবং পরের ৫ (পাঁচ) দিন সার্বক্ষণিক খোলা রাখা হবে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে পণ্য পরিবহনকারী যানবাহনে যাতে যাত্রী বহন না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
শেয়ার করুনঃ