রাঙ্গুনিয়া প্রতিনিধি

৪৩ তম বিসিএস নন-ক্যাডার রিয়াদুর রহমান ভুইয়া রাঙ্গুনিয়া রেঞ্জ অফিসার হিসেবে কর্মরত আছেন। চলিত সনের ৩রা  আগস্ট তিনি এই রেঞ্জে যোগদান করেন। যোগদানের পর দুই বারে ১ মাস সারদা পুলিশ একাডেমিতে ট্রেনিং সম্পন্ন করেন।

তরুণ এই কর্মকর্তা বনাঞ্চলের উন্নয়ন ও সুরক্ষার জন্য সর্বোপরি নিজের ক্যারিয়ার গড়ার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছেন । বনাঞ্চল রক্ষা ও নিজ দায়িত্ব নিয়ে পূর্ব বাংলা পত্রিকার সাথে কথা বলতে গিয়ে রিয়াদুর রহমান ভুইয়া বলেন ‘রাঙ্গুনিয়া রেঞ্জ কে একটা আদর্শ রেঞ্জ হিসেবে গড়তে চাই।’ এই কারণে বেশ কিছু প্রতিকুল পরিবেশে আমাকে কাজ করতে হচ্ছে ও হবে।

এভিয়ারী পার্ককে নতুন করে সাজানো হচ্ছে।স্যারদের সাথে কথা বলে ২০ প্রজাতির ৮১ টি নতুন পাখি আনা হয়েছে এখানে।ম্যাকাও,আফ্রিকান গ্রে প্যারট,৬ ধরণের কাকাতোয়া আছে এখানে।

তিনি আমাদের প্রতিনিধিকে বলেন  – এখন পর্যন্ত বিভিন্ন সময় অভিযান চালিয়ে প্রায় ২১০০ ঘনফুট কাঠ জব্দ করেছি।  বিজিবি ও বনবিভাগের উদ্দোগে যৌথ অভিযান পরিচালনা করেছি।ভবিষ্যতেও এই অভিযান চলবে।

কিছু স্বার্থন্বেষী মহল, লুঠপাটকারী , অবৈধ কাঠপাচারকারী চক্র ও করাতকল মালিক স্বাভাবিকভাবে আমার কর্মকাণ্ডে খুশী নাও থাকতে পারে । এসব দুষ্টুচক্র আমার সম্পর্কে ভুল বা মিথ্যা তথ্য দিতে পারে । এদের ব্যাপারে সচেতন মহল, সুশীল সমাজ ও সাংবাদিক ভাইদের আমি আপনাদের মাধ্যমে সর্তক থাকার অনুরোধ করি।

                        

শেয়ার করুনঃ