২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:০৭/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ

মোবাইল ব্যবহারে সরকারি উর্ধ্বতন কর্মকর্তাগণকে জনস্বার্থে আরও সুযোগ দেয়া উচিৎ

     

 মিলন বড়ুয়া
 জনস্বার্থে সরকারি উর্ধ্বতন কর্মকর্তাগণকে মোবাইল ব্যবহার আরও সুযোগ সুবিধা দেয়া উচিত বলে ভুক্তভোগীও সচেতন সমাজ মনে করেন। উদাহরণ স্বরূপ বলা চলে সরকারি দপ্তরের যেমন, ইউএন ও এসি – ল্যান্ড, থানার অফিসার ইনচার্জ, ফায়ার সার্ভিস অফিসার, থানা স্বাস্থ্য কর্মকর্তা সহ অন্যান্য দপ্তরের প্রধানগণ সরকারিভাবে সরকারি মোবাইল ফোন ব্যবহার করে থাকলেও জেলা রেজিস্ট্রার, সাব-রেজিস্টারগণকে রাজস্ব আদায়ে জনস্বার্থ সরকারি কাজ করলেও তাঁদের কোন সরকারী মোবাইল সেট তথা মোবাইল ফোন নেই। তাঁরা তাঁদের ব্যক্তিগত মোবাইল সেট তথা মোবাইল ফোন দিয়ে অনবরত কাজ চালিয়ে যাচ্ছেন। এতে ফোন রিসিভকারী ও ফোন করা কর্মকর্তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এমতাবস্থায় সংশ্লিষ্ট মহল/কর্তৃপক্ষ অন্যান্য দপ্তর প্রধানদের মত সরকারিভাবে মোবাইল সেট মোবাইল ফোন ব্যবহারে সাব রেজিস্ট্রারদের সুযোগ দেয়া উচিত বলে অভিজ্ঞ মহল মনে করেন। এতে বৈষম্য ও থাকবেনা এবং কাজে কর্মেও গতি সঞ্চার হবে। জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারগণ ১ম শ্রেণির নাগরিক/কর্মকর্তা হিসেবে সরকারিভাবে মোবাইল সেট/মোবাইল ফোন পেলে উপকৃত হবেন নিঃসন্দেহে। জনস্বার্থে সংশ্লিষ্ট মহলকে/কর্তৃপক্ষকে সুনজরে দেয়া উচিৎ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply