কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় কানাডার সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী জাস্টিন ...
রানা সাত্তার ৬মাসে কোরআনের হাফেজ হলেন আনোয়ারা মুহাম্মদ ওসমান বিন আনিসুর রহমান। তিনি আনোয়ারা থানার আল-জামেয়া আল-আরবীয়া এহ্য়াউল উলুম ও এতিমখানা( প্রকাশ বোয়ালিয়া হোসাইনিয়া নতুন মাদ্রাসা) র হিফজ বিভাগের শিক্ষর্থী।তিনি মাত্র ৬মাসেই পবিত্র কোরআন হিফয শেষ করেন। এই উপলক্ষে, ৯ ফেব্রুয়ারি (রবিবার) মাদ্রাসা কতৃপক্ষের আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে জামেয়া পরিচালক আল্লামা শাহ্ আবদুল লতিফের সভাপতিত্বে ও মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় হিফজ সবক সমাপনী ও শুকরিয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন, হাফেজ জুবায়ের সাহেব , হাফেজ সালমান, হাফেজ ইউছুফ, হাফেজ মাছউদ রহমান মুফতি আবু বকর, মুফতি মোহাম্মদ উল্লাহ সহ মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে জামেয়া প্রধান সদ্য হাফেজ ওসমান বিন আনিসুর রহমান কে ক্রেষ্ট প্রদান করে অভিনন্দন জানান এবং মুনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।... See MoreSee Less
মাননীয়, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সমীপে, শ্রদ্ধেয় তারেক ভাইজানরে , গরম গরম কথার শুরুতে আমার লাখ কোটি সালাম জানিবেন। আশা করি, আল্লাহ মালিকের অপার মহিমায় ভালো থাকিয়া নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নানান ফর্মূলা তৈরী ও বাস্তবায়ন করিয়া ভালোই আছেন। আমিও গ্রাম বাংলার এক মফস্বল শহরে থাকিয়া দেশের ভবিষ্যতের কথা ভাবিয়া ভাবিয়াই নানান রকম চিন্তা করিয়া ছাগলের তিন নাম্বার বাচ্ছার মতো খাইয়া না খাইয়া বাঁচিয়া আছি।...... See MoreSee Less