ছোট বেলায় আমরা ঈদের উৎসব নিয়ে খুব আমেজ করতাম। খুব বেশী আশা/আগ্রহ নিয়ে বসে থাকতাম ৩০ রোজা কখন আসবে। কখন ঈদের চাঁদ দেখা যাবে ? চাঁদ উঠছে এই খবর পেয়ে ঠিক ভাবে ইফতার করতে পারতাম না। একটু পানি আর একটি খেজুর মুখে দিয়ে দৌড় দিতাম চাঁদ দেখার জন্য। পিছন থেকে মা ডাক দিত, এই তুমি দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ। কোন কথাই শুনতাম না। আমাদের বাড়ীর সামনে বড় একটা জমি ছিল, ওই জমিতে দাঁড়িয়ে চাঁদ দেখতাম। এখন সেই জমিতে ঘর করে ফেলেেছ, আশেপাশে বড় বড় জমি ও মাঠগুলোতে ঘরবাড়ি হয়ে গেছে। তাই এখন চাঁদ দেখার আর সুযোগ নেই। চাঁদ উঠলে আমরা আতশ বাজি ও গোল্লাবাজি ফুটাতাম। কি যে খুশী লাগত, মসজিদে আল্লাহ্ ধ্বনি শুনা যেত, হুজুরের কি যে সুন্দর সুর দিয়ে মাইকে গজল পরত। কিছুক্ষণ পর পর ইমাম সাহেব ঈদের জামাতের সময়সূচি মাইকের মাধ্যমে জনিয়ে দিত। চাঁদ উঠার পরে প্রত্যেকের ঘরে ভাল ভাল রান্না বান্না করত, ওই রান্নার সুগন্ধি সমস্ত পাড়ায় ছড়িয়ে যেত। ঈদের দিন সকালে আমার মা আমাকে সাবান দিয়ে গোসল করিয়ে দিত এবং নতুন কাপড় পড়িয়ে দিত। তারপর মা ঈদগাহ মাঠে যাওয়ার আগে রান্না করা সেমাই খাওয়াই দিত। বাবার হাত ধরে ঈদের নামাজ পড়তে যেতাম। নামাজ শেষে বাড়িতে এসে সবাইকে পা ধরে সালাম করতাম এবং ওদের কাজ থেকে ঈদের বকসিস নিতাম।যদি কেউ ঈদের বকসিস দিতে ভুলে গেলে , তাই তাকে বারবার করে সালাম করতাম যেন ঈদ বকসিস দেয়। এরপরও যদি ঈদ বকসিস না দেয় তাহলে চেহারা কালো করে মুখ ফিরিয়ে নিতাম। ওই সময়ে এক টাকার ঈদ বকসিসে লক্ষ টাকার খুশী ছিল।...... See MoreSee Less
উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে ১৭ রমজান পবিত্র শোহাদায়ে বদর স্মরণে ওয়াজ মাহফিল এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলে ছদারত করেন উক্ত দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্ সূফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.আ)। প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করেন হালিশহর তৈয়্যবীয়া মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক আল্লামা মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবী যুক্তিবাদী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম। দরবার শরীফের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার এ এন এম মতুর্জা, কবি ও সাংবাদিক শেখ নজরুল ইসলাম মাহমুদ, মোহছেন আউলিয়া (র.) মাজার শরীফের মোতয়াল্লী এস এম আব্দুল মালেক, শাহজাদা জাভির বিন জুনাইদ, মৌলানা মুহাম্মদ আব্দুল মনছুর, মুহাম্মদ মীর কাসেম, মুহাম্মদ আব্দুস শুক্কুর, মুহাম্মদ আশরাফ হোসাইন আল কাদেরি, হাফেজ তৌহিদ এবং উক্ত দরবার শরীফের ভক্তবৃন্দ। সারাদিন ব্যাপী কর্মসূচি'র মধ্যে ছিলো খতমে কোরআন শরীফ,খতমে আসমাউল হুসনা, দরুদে নারিয়া, খতমে গাউসিয়া, খতমে খাজেগান সহ অসংখ্য খতমাত। উক্ত খতম সমূহের মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ নুরুল হক নূরী আল কাদেরি।...... See MoreSee Less
ডেস্ক নিউজ :২২ মার্চ (চট্টগ্রাম) নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি"র উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ খলিলুর রহমান হাওলাদারের সভাপতিত্বে ২২ মার্চ, শনিবার (২১ রমজান) সন্ধ্যায় উদয়ন আইডিয়াল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ নাঈম উদ্দিন। তিনি ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন।...... See MoreSee Less