১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:০০/ রবিবার
মে ১৯, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ

আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৭ম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

     

সম্মিলিত প্রয়াসের মাধ্যমে যেকোনো
মহৎ লক্ষ্যে পৌঁছানো সহজ হয়
আত্মগঠন ও সমাজকল্যাণে নিবেদিত সংগঠন আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ৭ম বার্ষিক সাধারণ সভা হাটহাজারীস্থ আল-জামান হোটেল কনফারেন্স হলে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসোসিয়েশনের চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের মুখপাত্র ও গাউছিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব গবেষক ও লেখক এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার। উদ্বোধক ছিলেন শিক্ষাবিদ ও সংগঠক অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়্যব আলী। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব হারুন সওদাগর ও সংগঠক মুহাম্মদ সেকান্দর মিয়া। পরিচালক হোসাইন মুহাম্মদ এরশাদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফয়সাল করিম চৌধুরী ও বার্ষিক সাধারণ সভার হিসাবনিকাশ উপস্থাপন করেন পরিচালক (অর্থ) মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি এডভোকেট মোসাহেব উদ্দিন বখেতয়ার বলেন, যুব তরুণ সমাজের অসীম শক্তি ও সম্ভাবনা বিদ্যমান। তারা চাইলে যেকোনো অসাধ্য বিষয়েও সাফল্য ছিনিয়ে আনতে পারে। মানুষ সংগঠিত ও ঐক্যবদ্ধ হলে অনেক বড় লক্ষ্যে পোঁছানো যায়। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে মহৎ লক্ষ্য অর্জিত হতে পারে। আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন তৃণমূলে যুবকদের সংগঠিত করে সমাজ কল্যাণে ও জনসেবায় অবদান রাখছে বলে তিনি উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী বলেন, যুব তরুণ সমাজ আজ দিশেহারা ও পথভ্রান্ত। তারা নানাভাবে কলুষতা ও অবক্ষয়ের শিকার। অন্ধকার পথ থেকে তরুণদেরকে আলোর পথে নিয়ে আসতে হলে তাদের জন্য প্লাটফরম তৈরি করা দরকার। সংগঠনের মাধ্যমে যুব তরুণদেরকে সঠিক পথে ধারা রাখা যায়। আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন তরুণদের আদর্শিক পাঠশালা। বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ আবু তালেব চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ নাছির উল্ল্যাহ, মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী সুমন, মুহাম্মদ নুরুল ইসলাম, সুলতান মাহমুদ সুমন, মুহাম্মদ ইব্রাহিম, এইচ এম শহীদ উল্লাহ, মাওলানা রাশেদুল ইসলাম, এস এম রাকিব উদ্দিন, মাওলানা সৈয়দ মুহাম্মদ শফিউল আজম, মুহাম্মদ শাহেদুল আলম, মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply