১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৫৮/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ

সাবেক ছাত্রলীগ নেতাদের মিলন মেলা

     

অন্যরকম এক আয়োজন। ভিন্ন এক অনুভূতি। আনন্দ আর আড্ডায় মেতেছিল সাবেক ছাত্রলীগ নেতারা। প্রতি বছরের ন্যায় এবারও রূপগঞ্জের সুবর্ণগ্রাম রিসোর্টে এক আনন্দঘন দিন পার করেছেন সাবেক ছাত্র নেতারা। মিলনমেলায় ছাত্রলীগের সাবেক নেতারা শপথ নেন- নিজ নিজ এলাকায় খেলাধূলায় ছাত্রদের মনযোগী করতে এবং মাদক- সন্ত্রাস প্রতিরোধ কাজ করতে। গত ১১ ফেব্রুয়ারি ছাত্রলীগের সাবেক নেতারা মিলিত হন সুবর্ণগ্রাম রিসোর্টে। প্রায় দেড় হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মিলন মেলাটি আনন্দ উৎসবে রূপ নেয়। এতে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে সাবেক ছাত্রনেতাদের নিয়ে এ মিলন মেলার যাত্রা শুরু হয় সকালেই। জাতীয় সংসদ ভবনের ন্যাম ভবনের সামনে থেকে ৮টি গাড়ি, ধানমন্ডি আওয়ামী লীগ অফিসের সামনে থেকে ৪টি গাড়ি, টিএসসি থেকে ১টি গাড়ি রূপগঞ্জের ভুলতা গাউছিয়া-সুবর্ণগ্রাম রিসোর্টে পৌঁছে যায়। সকালে নাস্তার পর নানা আয়োজনে মেতে থাকেন সাবেক ছাত্রনেতারা। তাদের গল্প গান আড্ডায় মুখর হয়ে উঠে সুবর্ণগ্রাম রিসোর্ট।
ছাত্রলীগের সাবেক নেতাদের মিলনমেলায় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, সাবেক ছাত্র নেতা মো. নজরুল ইসলাম চৌধুরী, আব্দুল আলীম, রাশিদুল বাসার ডলার, রফিক কোতয়াল, ডিবি প্রধান হারুন অর রশিদ, এমায়েত উদ্দিন, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সাখাওয়াত মুন ও হাসান জাহিদ তুষার, জিল্লুর রহমান , নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল করিব রাজুসহ ২ হাজার নেতাকর্মী।
মিলন মেলা ও বনভোজনস্থলে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply