২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:২৪/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ

 শিক্ষিত চরিত্রবান নাগরিক ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়-মনজুর আলম

     

 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম বলেছেন, শিক্ষার সাথে সহ শিক্ষাও অর্জন করতে হবে। শিক্ষিত-চরিত্রবান নাগরিক ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি জ্ঞান নির্ভর নাগরিক গড়ে তোলা এবং স্মার্ট বাংলাদেশের উপযোগী মানুষ গড়ে তোলার আহ্বান জানান। আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত ও পরিচালিত উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কিন্ডারগার্টেন ও হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।
১৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. সোমবার, সকালে নগরীর সাগরপাড়স্থ ‘শেখ রাসেল মিনি স্টেডিয়ামে’ অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক শ্রীমতি মৌসুমী দাশ। এতে অন্যদের মধ্যে মোস্তফা-হাকিম কলেজে প্রিন্সিপাল মোহাম্মদ আলমগরী, ওয়েলফেয়ার নির্বাহী পরিদর্শক বাদশা আলম, সমাজসেবক নেছার আহমদ, অত্র শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান আবদুস সাত্তার মজুমদার ও জাকির হোসেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২০টি ইভেন্ট এ ছাত্র-ছাত্রীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি চসিক সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে নেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply