২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৩৪/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৭:৩৪ পূর্বাহ্ণ

মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভা

     

মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৪৫৩-এর সভা থেকে বাজারদরের সাথে সঙ্গতি রেখে রিকশা শ্রমিকদের ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, স্থায়ী স্ট্যান্ড স্থাপন ও শ্রমজীবী জনগণের জন্য রেশনিং চালুর দাবি জানানো হয়েছে। ১১ এপ্রিল বুধবার সন্ধ্যার সময় শহরের কোদালীপুল এলাকায় রিকশা শ্রমিক ইউনিয়নের কোদালীপুল আঞ্চলিক কমিটির সভা থেকে এই দাবি জানানো হয়। শ্রমিকনেতা মোঃ জসিমউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অমলেশ শর্ম্মা। সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল আহমেদ, সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ গিয়াসউদ্দিন, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান, কালেঙ্গা আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, কোদালীপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মোঃ ইলিয়াস হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইমান উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ জিতু মিয়া, প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া, দপ্তর সম্পাদক মোঃ জিল্লু মিয়া, সদস্য মোঃ শাহবুদ্দিন মিয়া, ইউনূছ মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন চাল, আটা, ডাল, তেল, লবন, চিনি, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে রিকশা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। তার উপর সরকারের গণবিরোধী সিদ্ধান্তে দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ পড়ছে জন জীবনের সর্ব ক্ষেত্রে। আর এই চাপ সামলাতে গিয়ে রিকশা শ্রমিকসহ শ্রমজীবী জনগণের জীবনে ত্রাহি ত্রাহি অবস্থার সৃস্টি হয়েছে। সভায় আগামী ১ মে মহান মে দিবস সর্বাত্মকভাবে পালন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা থেকে বাজারদরের সাথে সঙ্গতি রেখে রিকশা শ্রমিকদের ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, জুলুম-নির্যাতন বন্ধ, স্থায়ী স্ট্যান্ড স্থাপন ও শ্রমজীবী জনগণের জন্য রেশনিং চালু, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে কমানো, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনা প্রত্যাহার, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়নের দাবি জানানো হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply