১৩ মে ২০২৪ / ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:১৬/ সোমবার
মে ১৩, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ

‘হিট অফিসারের পরামর্শে’ রিকশা চালকদের ছাতা, পানির বোতল

     

টানা তাপপ্রবাহের মধ্যে ঢাকার চিফ হিট অফিসারের পরামর্শে ৩৫ হাজার রিকশা চালককে ছাতা উপহার দিয়েছে উত্তর সিটি করপোরেশন।

পাশাপাশি একটি করে পানির বোতল এবং ১২ প্যাকেট খাবার স্যালাইনও দেওয়া হয়েছে তাদের।

রোববার গুলশানে উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এসব উপকরণ বিতরণ করেন মেয়র মো. আতিকুল ইসলাম।‘হিট অফিসারের পরামর্শে’ রিকশা চালকদের ছাতা, পানির বোতল

তিনি সাংবাদিকদের বলেন, “তীব্র গরমে রিকশা চালকদের স্বাস্থ্য সুরক্ষা দিতে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী নিবন্ধিত রিকশা চালকদের ছাতাসহ এসব উপকরণ দেওয়া হয়েছে।

“পরবর্তীতে নিবন্ধন নেই এমন রিকশার চালকদের ছাতা দেওয়া হবে। ঢাকার চিফ হিট অফিসারের পরামর্শে এই কার্যক্রম শুরু হয়েছে।

মেয়র বলেন, “এই প্রচণ্ড গরমে রিকশা চালকরা ঠিকমত রিকশা চালাতে পারছেন না। এতে তাদের আয় কমে যাচ্ছে, পরিবারের ওপর প্রভাব পড়ছে। আর রোদের মধ্যে দীর্ঘ সময় রিকশা চালালে তারা অসুস্থ হয়ে পড়বেন। এই ছাতা তাদের ছায়া দেবে। আধা লিটার পানির বোতল দেওয়া হয়েছে তাতে পানি রাখবেন, তৃষ্ণা পেলে পানি খাবেন।”

গরমের এই সময় নিম্ন আয়ের মানুষের সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম।

‘হিট অফিসারের পরামর্শে’ রিকশা চালকদের ছাতা, পানির বোতল

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, আলজেরিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নায়েন, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে দেশজুড়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে আরও তিন দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply