১১ মে ২০২৪ / ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৫৫/ শনিবার
মে ১১, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামে আত্মসমর্পনের পর বিএনপির ৪৮জন কারাগারে

     

 

চট্টগ্রাম মহাগরের বিভিন্ন থানায় গত ৬,৭,৮ ফেব্রুয়ারীতে দায়ের হওয়া মামলায় ৪৮বিএনপি,যুবদল,ছাত্রদল নেতা কে কারাগারে প্রেরণ করেছে মহানগর বিশেষ ট্রাইবুনাল-২এর বিচারক।

বন্দর,ইপিজেড,পতেঙ্গা, হালিশহর,ডবলমুরিং,পাহাড়তলী,কোতোয়ালী,সদরঘাট,চান্দগাঁও থানায় দায়ের কৃত মামলায় প্রায়২৫০/৩০০আসামীর মধ্যে আজ ৯এপ্রিল সোমবার দুপুরের দিকে হাইকোর্টের আগাম জামিন বাতিল করে নিম্ম আদালতে বিচার কার্যের জন্য ধৃত ৪৮বিএনপি নেতা কে জেল হাজতে পাঠান।

তবে ইপিজেড থানায় দুইজন,কোতোয়ালীতে ২জন জামিন লাভ করে। আত্মসমর্পনের পর আজ ৪৮ বিএনপি নেতার মধ্যে নগর সহ-সভাপতি এম.এ আজিজ,বন্দরের জাহিদুল হাসান,হাজী হোসেন,কামরুল ইসলাম,সাবেক নগর ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ইপিজেডের বিএনপি যুগ্ন সম্পাদক জাবেদ আনসারী,সহ-সভাপতি মোঃ শাহজাহান,বিএনপি ৩৯নং ওয়ার্ড নেতা সোলাইমান,বন্দর ছাত্রদল নেতা তানভীর, পারভেজ,ইপিজেড থানা ছাত্রদল নেতা-সোহেল,সাইফুল,কোতোয়ালী বিএনপির নেতা জসিম সহ  অন্যান্য থানার আরো সর্বমোট ৪৮নেতা কে আত্ম –সমর্পনের পর মহানগর বিশেষ ট্রাইবুনাল আদালত আসামীদের জেলে পাঠান।

এদিকে পতেঙ্গা দায়ের হওয়া গায়েবী মামলায় জামিন কৃত ১৩আসামী আগামী ১১এপ্রিল আত্ম –সমর্পন করে বিজ্ঞ আদালতে জামিন চাইবেন বলে দলীয় সূত্রে জানান।তাছাড়া ঐ মামলায় পতেঙ্গার তিন আসামী দীর্ঘ দুই মাস পরে হাইকোর্ট থেকে স্থায়ী জামিনে মুক্ত হন বলে পতেঙ্গা থানা বিএনপি সভাপতি ডাঃ আফছার সংবাদ মাধ্যম কে জানান।এরা হলেন- মোঃসালাহউদ্দিন, মোঃ আবু সাইদ ,মোঃ আলমগীর।বাকিদের জামিনের প্রচেজিং চলছে বলে আসামীর এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী,লতিফ আনোয়ার,এবং এডঃ মোসলিম উদ্দিন জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply