২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৫৮/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনা এড়াতে চার লেনের সড়ক চাই

     

দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম সড়কের মধ্যে বাঁশখালীর প্রধান সড়ক খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত বাঁশখালীর যানবাহন ছাড়াও কক্সবাজার ও সাতকানিয়ার জনসাধারণের চলাচল রয়েছে এই পথ ধরে। যে হারে যানবাহন বেড়ে চলছে সেভাবে রাস্তার সংস্কার ও প্রস্থ বাড়ানো হয়নি বরং রাস্তা আগের মতই রয়ে গেছে। কিন্তু যানবাহন বৃদ্ধি পেয়েছে কয়েকগুন। বড়ো বাস গুলোর বেপরোয়া গাড়ি চালানোর কারণে বাঁশখালীর সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে। ছোট গাড়িতে থাকা যাত্রীরা আতংকে থাকে কখন জানি কি ঘটে। বিশেষত গুনাগরি ও জলদিতে স্থায়ী কোন টার্মিনাল না থাকাতে গাড়ি যত্রতত্র পাকিং করে রাখে ফলে জনদূর্ভোগ বেড়ে যাচ্ছে দিন দিন। বাঁশখালীর মানুষ এসব দুর্ভোগ ও সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি চায়। বঙ্গবন্ধু ট্যানেলের সাথে সংযুক্ত করে চারলেনের সড়ক নির্মাণ করলে বাঁশখালী সহ দক্ষিণ চট্টগ্রামের আপামর জনসাধারণ উপকৃত হবে। এতে করে সময় ও দুরত্ব কমবে। এছাড়াও বাঁশখালীকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। জেলা প্রসাশক, সড়ক বিভাগ ও স্থানীয় নেতৃবৃন্দ এ ব্যাপারে পদক্ষেপ গ্রহন করে দ্রুত চারলেনের সড়কে উন্নতকরণ করার জোর দাবি জানাচ্ছি। সাথে গুনাগরি ও জলদিতে স্থায়ী টার্মিনাল নির্মাণ করা সময়ের দাবি। বাঁশখালীবাসী মরণফাঁদ ও জ্যামের কবল থেকে মুক্তি চায়, আমরা সড়কে আর কোন রক্তভেজা নিথর দেহ দেখতে চাই না।

মুহাম্মদ হুমায়ন করিব
বাঁশখালী, চট্টগ্রাম

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply