২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:০১/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৮:০১ পূর্বাহ্ণ

জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত বঙ্গকন্যা শেখ হাসিনা শ্রমিকের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন – এম. এ. সালাম

     

 

৩১ জুলাই বেলা ৫ ঘটিকায় দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলার এক বর্ধিত সভা সংগঠনের সভাপতি প্রশাসনিক ট্রাইবুন্যাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিশেষ পিপি এডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দিদার-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ. সালাম।

তিনি বলেন, বর্তমান সরকার প্রধান বঙ্গকন্যা শেখ হাসিনা শ্রমিকের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। শ্রমিকদের ন্যায্য হিস্যা আদায়ে সকল শ্রমিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী, তথ্য ও গবেষণা সম্পাদক নয়ন চেয়ারম্যান, সদস্য মো: সেলিম উদ্দিন। বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ উত্তর জেলার সহ-সভাপতি মোহাম্মদ আবুল আইচ, মো: বোরহান উদ্দিন, এডভোকেট ফরিদুল আলম, এস্কান্দর মিয়া, রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক আবু তাহের ভূঁইয়া, আলমগীর আজাদ, শেখ মোহাম্মদ শামীম উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, মোহাম্মদ এরাদুল হক নিজামী ভুট্টু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী, দাউদ খান আকাশ, হাবিবুর রহমান, এ এস এম জাফর উল্লাহ, কাজী মাসুদা খানম, লাভলী আক্তার, নাজমুল করিম নঈম, আব্দুল্লাহ আল মামুন, রবিউল হোসেন, মোহাম্মদ বাহাদুর, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, রূপম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী, রতন দাশ, মোহাম্মদ ইলিয়াছ, দিদারুল আলম, মোহাম্মদ ইসহাক, বদিউল আলম, এম.এ. রহিম, মামুন খান প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply