১১ মে ২০২৪ / ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৩৬/ শনিবার
মে ১১, ২০২৪ ২:৩৬ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর সাথে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

     

কোরআন সুন্নাহর আদর্শের সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস
প্রনয়ন ও ইসলামের মনিষীদের জীবনী অন্তর্ভুক্ত করার আহবান

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল  ২৯ জুলাই ২০২৩ ইং শনিবার বেলা ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর সাথে নগরীর ২ নং গেইটস্থ তাঁর বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ তাঁর সাথে রাজনৈতিক বিবিধ আলোচনার মধ্যে বিশেষতঃ সা¤প্রতিক সময়ে পাঠ্য বইয়ে ধর্ম বিরোধী বিভিন্ন বিষয় সংযোজন করাসহ ইসলামী মনীষীদের জীবনালেখ্য, বিভিন্ন ধর্মীয় গল্প- উপন্যাস বাদ দেয়ার বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে কোরআন-সুন্নাহর আদর্শের সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস প্রনয়নের উপরও গুরুত্বারোপ করেন। এছাড়া নেতৃবৃন্দ সন্ত্রাস-জঙ্গিবাদ তথা যে কোনরূপ সংঘাত-সহিংসতার সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন। এসময় মাননীয় শিক্ষা উপমন্ত্রী নেতৃবৃন্দকে ইসলামী মূল্যবোধ তথা ধর্ম বিরোধী কোন বিষয় পাঠ্য বইয়ে সংযোজন করা হবে না মর্মে আশ্বস্থ করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন পরিচালনা করেন না, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন কার্যক্ষেত্রে স্বাধীন হবে শুধুমাত্র সংবিধান এবং আইনের অধীন হবে। তাই সরকারের প্রভাব মুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধিনে অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের উপর তিনি জোর দিয়ে বলেন কোন অবস্থাতেই অন্য কোন অপ শক্তির প্রভাব যাতে নির্বাচনের উপর না পড়ে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। এসময় উপস্থিত ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর, সহ সভাপতি এস এম আব্দুল করিম তারেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন মুহাম্মদ এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডাঃ মুহাম্মদ হাশমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, অধ্যক্ষ মাওলানা জানে আলম নেজামী, এম কফিল উদ্দীন রানা, শাহজাদা এস এম মাইনউদ্দীন সঞ্জরী, মাওলানা আনিসুর রহমান ও মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ্ ইকবাল প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply