২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:২৬/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জে ভুয়া সাংবাদিক গ্রেফতার

     

মুহাম্মদ আতিকুর রহমান
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কে. এম রুবেল (৩৫) নামের এক ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

৩০ জুন শুক্রবার দুপুরে ভুক্তভোগী নীলা রোজারিও বাদী হয়ে ওই প্রতারক রুবেল ও তার কথিত সাংবাদিক স্ত্রী রিমি আক্তারকে (২২) আসামি করে কালীগঞ্জ থানায় আত্মসাৎ ও প্রতারণা মামলা করেন।

গ্রেফতার রুবেল ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদ হাট এলাকার পশ্চিম বসন্তপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। বর্তমানে তারা স্বামী-স্ত্রী মিলে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া গ্রামের শ্বশুরবাড়িতে থাকতেন।

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কে. এম রুবেল ও তার স্ত্রী নিজেদের সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়েছি। সে প্রেক্ষিতে তাদের আসামি করে ভুক্তভোগী নীলা রোজারিও বাদী হয়ে কালীগঞ্জ থানায় আত্মসাৎ ও প্রতারণার একটি মামলা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply