২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৩৩/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৪:৩৩ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে ২০টি ভারতীয় গবাদি পশু আটক করেছে বিজিবি

     

 

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১২ লক্ষাধিক টাকা মূল্যের ২০টি ভারতীয় গবাদি পশু আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, শনিবার ভোররাতে ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা বিওপির হাবিলদার মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিজিবি’র একটি টহল দল। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে ধলডাঙ্গা সীমান্তের আর্ন্তজাতিক পিলার নং ৯৯৬ এর ১ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিলাই নামক স্থানে অবস্থান গ্রহণ করে। এসময় ৪/৫ জন লোক পাঁয়ে হেঁটে গরু নিয়ে টহলদলের নিকটবর্তী হলে টহলদলকে দেখা মাত্রই গরু রেখে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহলদল ভারতীয় ১১টি গরু জব্দ করে। যার সিজার মূল্য ৮,৮১,৬০০ টাকা।
অপরদিকে ফুলবাড়ী উপজেলার বালারহাট বিওপির হাবিলদার মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে আর্ন্তজাতিক পিলার ৯৩৪ হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খলিসাকোটাল নামক স্থান হতে ভারতীয় ৩টি গরু জব্দ করে। যার সিজার মূল্য ১,৬৫,০০০ টাকা।
অন্যদিকে ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় বিওপির টহলদল আর্ন্তজাতিক পিলার ৯৮৮ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাইজারচর নামক স্থান হতে ৬টি ভারতীয় বাঁছুর গরু জব্দ করেছে। যার সিজার মূল্য ১,৫৫,০০০ টাকা।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আউয়াল উদ্দীন আহমেদ জানান, কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত থেকে আটককৃত ২০টি গরুর সিজার মূল্য ১২,০১,৬০০ টাকা। আটককৃত গরু কাস্টম অফিসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামের কার্যক্রম গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply