২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৫৪/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৯:৫৪ পূর্বাহ্ণ

মির্জা ফখরুলের উপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ 

     

 

রাঙ্গামাটিতে পাহাড় ধসে দুর্গতদের মাঝে ত্রাণ দিতে যাবার পথে হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল। এতে মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আহত হয়েছেন। বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে একটু আগে হামলা হয়েছে। রাঙ্গুনীয়ার ইছাখালী বাজারে এ হামলা চালানো হয়। পাহাড় ধসের ঘটনায় রাঙ্গামাটি যাওয়ার পথে সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

এ নগ্ন ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে হাটহাজারী উপজেলা ছাত্রদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।

উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল কবির তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ শুক্কুর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফসার জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী, সাবেক যুগ্ম আহবায়ক আকবর আলী,জেলা ছাত্রদলের সহ সভাপতি মোর্শেদ হাজারী, যুগ্ম সম্পাদক এস এম উমর ফারুক চৌধুরী ডিউক, যুগ্ম সম্পাদক তকিবুল হাসান চৌধুরী তকি,সহ সম্পাদক, মোঃআবু সাঈদ, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, ওহিদুল আলম টিটু,গিয়াস উদ্দীন মাহমুদ, মিজানুর রহমান টিটু,মোঃআলাউদ্দীন তালুকদার, জি এম কামরুদ্দীন নাহিদ, গিয়াস উদ্দীন রির্চাড, মোঃ নুরু উদ্দীন, মোঃ জাহেদুল ইসলাম লিমন,ফারুক উদ্দীন মানিক,হান্নান তালুকদার, সালমান সাদী রাসেদ,দেলোয়ার হোসেন,জয়নাল আবেদীন সাঈদ, এম বাবু সালাম চৌধুরী প্রমুখ।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply