২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৪১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ

লামায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আলোচনা সভা

     

লামা সংবাদদাতা : ২৬ জানুয়ারী
লামায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপজেলা ও ইউনিয়ন কমিটি সক্রিয় করণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী সকাল ১০টায় লামা কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মনসুর আলম সিদ্দিকী।
সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা উপজেলা, ইউনিয়ন কমিটি গঠন দায়িত্ব, কার্যাবলী ইত্যাদি প্রবিধানমালা-২০১১ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন, সিনিয়ির সহকারী জজ লিগ্যাল এইড অফিসার।
আলীকদম উপজেলা চেয়ারম্যান, লামা পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান বৃন্দ, দু’উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বান্দরবান জেলা শাখার সেক্রেটারী, লামা উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ বলেন, লিগ্যাল এইডে উপকারভোগিরা সরকারি খরছে (উকিল) আইনগত সহায়তা পেয়ে থাকেন। তিনি বলেন, গ্রাম্য বিচার বোর্ডগুলো বাস্তবতার শিকার হয়ে সৃষ্ট ঘটনাবলী দ্রুত সমাধানে বিচারিক সীমাবদ্ধার দিকে লক্ষ্য রাখতে পারেন না। ওইসব বিরোধ লিগ্যাল এইড অফিসের নির্ধারিত ফরমে আবেদনের মাধ্যমে নিস্পত্তি করা হলে আইনি জটিলতা থাকেনা।
প্রধান অতিথি আরো বলেন, গ্রাম্য বিচারিক বোর্ডের প্রধান-জনপ্রতিনিধিরা বেশি সচেতন হলে বিচার ব্যাবস্থারও বেশি উন্নতি হবে। এসময় প্রধান অতিথি লিগ্যাল এইড কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply