১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:২৯/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ

লামা আওয়ামী লীগের অভিষেক

     

লামা সংবাদদাতা
লামা উপজেলা আওয়ামীলীগের অভিষেক অনুষ্ঠিত। নব গঠিত কমিটির ৭১ সদস্যকে ফুল দিয়ে বরণ করলেন পার্বত্য মন্ত্রী।আজ শুক্রবার দুপুর ১২ টায় হেব্রন মিশনের সবুজ আঙ্গিণায় এক জমকালো আয়োজনের মাধ্যমে অভিষেক শেষ হয়। এই উপলক্ষ্যে লামা উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে মিলন মেলায় প্রায় ১০ হাজার মানুষ মধ্যাহ্ন ভোজে অংশ নেয়।
নব গঠিত কমিটির সভাপতি গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি-জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈহ্লা, সাধারণ সম্পাদক বান্দরবান পৌর মেয়র বেবি ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন লামা উপজেলা আওয়ামীলীগ নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক-লামা পৌর মেয়র মো: জহিরুল ইসলাম।
অভিষেক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গঠিত কমিটির নেতৃত্বে লামা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ রাজনৈতিক কর্মকান্ডে এলাকার উন্নয়ন ও গণমানুষের কল্যাণ সাধিত হবে। শেষে মন্ত্রী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকদের খোজ খবর নেন এবং ভোজনস্থল ঘুরে দেখেন।
এর আগে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত তিন কোটি ষাট লাখ টাকা ব্যায়ে তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এর মধ্যে ৩০ লাখ টাকা ব্যায়ে লামা কুমারী পুলিশ ক্যাম্প ভবন ও ৩০ লাখ টাকা ব্যায়ে ইয়াংছায় একটি মাদ্রাসা ভবনের উদ্বোধন করেন। এসময় মন্ত্রীর সফর সঙ্গীদের সাথে উন্নয়ন বোর্ডের পিডি এমএ আজিজ ও নির্বাহী প্রকৌশলী আবুবিন ইয়াসির আরাফাত, উপ সহকারী প্রকৌশলী ত্রীদিব কুমার ত্রিপুরা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply