১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৫৬/ রবিবার
মে ১৯, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

যারা আওলিয়ায়ে কেরামের বেলায়ত কে বিশ্বাস করেনা তারা কখনো ইসলামের সত্যিকার অনুসারী নয় -আল্লামা আশরাফী

     

 

খলিফায়ে ছিলছিলিয়ায়ে আশরাফীয়া শায়খুল হাদীস আল্লামা কাজী মুইনুদ্দীন আশরাফী বলেন, বিশ্বব্যাপি ইসলাম প্রচারে আওলিয়ায়ে কেরাম এর যে অক্লান্ত ত্যাগ সে গুলোকে অস্বীকার করে এবং আওলিয়ায়ে কেরামের মাযারে পাকে বোমা বর্ষণের মাধ্যমে সাধারণ মানুষ হত্যা করে তারা কখনো ইসলামের সত্যিকার অনুসারী হতে পারেনা। ২২ এপ্রিল বাদে আছর হতে আনজুমানে আশরাফীয়া পরিচালিত নগরীর হালিশহর হাউজিংস্থ বি-ব্লকে অবস্থিত আশরাফীয়া ওসমানীয়া হানাফীয়া সুন্নীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আশরাফুল মশায়েখ আল্লামা ছৈয়দ মুখতার আশরাফ (রহ.) ও শায়খে আজম ছৈয়দ ইজহার আশরাফ (রহ.) এর ছালনা ওরশ মোবারকে তিনি উল্লেখিত বক্তব্য পেশ করেন। আনজুমানে আশরাফীয়ার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা শফিউল হক আশরাফীর সঞ্চালনে উক্ত মাহফিলে আরো তাকরির করেন মাওলানা মহিউদ্দীন তাহেরী, অধ্যক্ষ আল্লামা জামেউল আক্তার আশরাফী, মাওলানা হারুনুর রশীদ আশরাফী, মাওলানা নুরুল ইসলাম জেহাদী আশরাফী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব সাকের আহমদ, আলহাজ্ব মুহাম্মদ ইউছুপ খান, মোহাম্মদ আবেদ মনছুর চৌধুরী, মোহাম্মদ ফারুক, আলহাজ্ব এমদাদুল ইসলাম, মাষ্টার মহিউদ্দিন, মোহাম্মদ রফিক আশরাফী, অধ্যাপক শাহজাহান আশরাফী। বক্তারা আরো বলেন, এদেশে একশ্রেণির মানুষ তরিকত ও বেলায়তকে পৈত্রিক সম্পতিতে পরিণত করেছেন। যোগ্যতা থাকুক বা না থাকুক বংশের একজন পীর বা দরবেশ হলেই হল, তৎপরবর্তি তার বংশের লোকেরা শুদ্ধ করে কোরান শরীফ পড়তে না জানলেও বড় বড় উপাধী নিয়ে দরগাহ কেন্দ্রিক জমজমাট ব্যবসায় লিপ্ত, এসব কর্মকান্ডের ফলে সাধারণ মুসলমানদের অন্তরে তরিকত ও পীর দরবেশদের প্রতি বিরুপ মনোভব সৃষ্ঠি হচ্ছে। এই সমস্ত অযোগ্য শরীয়ত ও তরিকত এর এলেম বিহীন ভন্ডপীরদের হতে সজাগ থাকার জন্য বক্তারা তাসাউফ পন্থি শান্তি প্রিয় মুসলমানদের আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply