১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৪৬/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ

আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ সম্পন্ন

     

 

 

৫ আগষ্ট সকাল ১১টায় নগরীর চান্দগাঁওস্থ সানোয়ারা আবাসিক এলাকায় আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে শিক্ষক রাজীব দত্তের সঞ্চালনায় স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ ইউনুছ কুতুবীর সভাপতিত্বে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী চট্টগ্রাম নটরডেম স্কুল এন্ড কলেজ এবং আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ হোসেন মুরাদ। বক্তব্য রাখেন যথাক্রমে শিক্ষক ভবতোষ সরকার, মৌ দত্ত, রহিম উদ্দিন, ওয়াহেদুল ইসলাম, ফারজানা আক্তার, ইফফাত আরা, তাসমিন জাহান মেরিন, অনরূপা বড়–য়া প্রমূখ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নুরুল কাদের, পারুল আকতার, রিতা মজুমদার, আবদুর রহিম প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া জাতিকে সুশিক্ষার মাধ্যমে আলোকিত পথ দেখাতে হবে। আমাদের সকলের উচিত শিক্ষার উন্নয়নের মাধ্যমে দেশ উন্নয়নে অংশগ্রহণ করা। বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করে জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালনের জন্য অভিভাবকদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। চট্টগ্রাম নটরডেম স্কুল এন্ড কলেজ সুশিক্ষায় আলোকিত নাগরিক গঠনের কাজে ভূমিকা রেখে যাচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শ ছাত্র-ছাত্রী হওয়ার জন্য বিদ্যালয়ের সাথে সাথে অভিভাবকদেরও সচেতন থাকতে হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply