৮ মে ২০২৪ / ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৪৯/ বুধবার
মে ৮, ২০২৪ ৩:৪৯ পূর্বাহ্ণ

নারী বা পুরুষ দিবস না হলে কি নয় ?

     

নারী দিবসে নারী অধিকার আবার পুরুষাধিকার বলতে কি বুঝানো হয় তা আদৌ বোধগম্য নয় তবে আমি নারী বলতে এক অনন্য অসাধারন ভালবাসা ,মমতা ,শ্নেহে ভরা মহীয়সীদের বুঝি ।যে নারীদের জন্মের পর পুড়িয়ে মারা বিধান ছিল সেই নারীরা আজ বিমান চালাচ্ছেন পুরুষের সমান তালে শুধু নয় রাষ্ট পরিচালনার মত সবচেয়ে কঠিন কাজও করছেন । এইসবেই করছেন পরিবার এবং সাংসারিক দায়িত্বের পাশাপাশি কিন্ত কিছু গোষ্টি অধিকারের ধোয়া তুলে যেন একধরনের বৈষম্যে সৃষ্টির চেষ্টায় অনেক ক্ষেত্রে সফল । আসলে অধিকার মানে যদি অশান্তি হয় তবে শান্তির নীড়ে নিজেদের মত করে খাপ খাওয়ানো কি সফলতা নয় । নারী পুরুষের বৈষম্য শারীরিক গঠনগত কিন্ত তারা একে অপরেরে পরিপুরুক । তাইতো কবির ভাষায় নয় বাস্তবেই সৃষ্টির শুরু থেকে আজ অব্ধি সবকিছুই নারীপুরুষের সমন্বয়েই হয়েছে যেখানে অধিকার নয় পরস্পরেরে ভালবাসা , মমতা , শ্নেহ মায়ায় হয়েছে পরস্পরের দায়িত্ববোধ থেকেই। ওই নারীবাদী বা পুরুষবাদীদের বলব নারী পুরুষের মাঝে অধিকারের ধোয়া না তুলে এক অপরের পরিপুরুক ভাবুন ।উল্টোসিধে চিন্তা বাদ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দিন। এই উপমহাদেশে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের হাত ধরে যে নারীরা স্কুলের দরজায় আসতে পেরেছিল তাঁরাই সমাজের রক্তচক্ষুকে দেখিয়ে দিয়েছে বাঙ্গালী নারীরা নারীর ক্ষমতায়নে সফল । তারা যুদ্ধের রণতরী যেমন চালাচ্ছেন তেমনি রাষ্টের সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বেও কাজ করছেন সেইসাথে পরিবার এবং সংসারেও সুখেই আছেন। আমার মনে হয় নারী পুরুষ দিবস নামে আনুষ্ঠানিকভা বাদ দিয়ে সকলে মিলেই কাজ করার মানসিকতা তৈরী করতে পারলে পারিবারিক শান্তি যেমন থাকবে তেমনি পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে ।সিদ্ধান্ত নিজেদের নিতে হবে আত্মসামাজিক অবস্হার পরিপ্রেক্ষিতে অন্যকে অনুসরনে নয় । মানুষ বাঁচার তাগিদেই সমাজের সৃষ্টি করেছেন আর শান্তি ,মমতা ,ভালবাসার তাগিদেই পরিবার হয়েছে তাই পরিবার এবং নিজেদের সৃষ্ট সমাজ , কৃষ্টি, কালচারকে মাথায় রেখে হোক স্বাধীনতা কারন এই স্বাধীনতা শান্তির জন্য ভালবাসার জন্য যেন হয় অবশ্যই সংগাতের জন্য নয় ।পরিবারিক শান্তির পাশাপাশি সমাজের শান্তি তথা রাষ্ট্রিয় শান্তির কথা ভেবেই অধিকারের কথা ভাবা শিখলে অশান্তির সম্ভাবনা মুক্ত জীবন হবে আমাদের সকলের । তাই আসুন সবাই বলি অধিকার নয় সমতা হোক ভালবাসা, বিশ্বাস , শ্নেহ আর মমতায়। আমাদের শ্লোগান হোক “নারী পুরুষ বলে কথা নয় ,আমরা মানুষ মানুষ হয়ে  নিজ বুদ্ধি বিবেকে মাথা উঁচু করে বাঁচতে চাই “ আর তাই হলে আমরা থাকব সুখে শান্তিতে নিজ পরিবারে, সমাজে এবং রাষ্টে ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply