২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৫৮/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৬:৫৮ পূর্বাহ্ণ

মাদ্রাসার সালানা জলসায় সামশুল হক এমপি

     

 

পটিয়ায় মেহের আটি হযরত নুরুদ্দিন শাহ্ (র.) দাখিল মাদ্রাসার ৩৫তম সালানা জলসা ও হযরত নুরুদ্দিন শাহ (রা.) এর বার্ষিক ওরশ শরীফ শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ জামাল সাত্তার মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সালানায় জলসা প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ সামশুল হক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু, ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, উপজেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, তামাকুমন্ডি লেন বণিক সমিতির সহ-সম্পাদক আলহাজ মনছুর আলম চৌধুরী, জিরি আমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগী লোকমান হাকিম, মফজল আহমদ, আলহাজ্ব আবদুল মজিদ কোম্পানী, আলহাজ্ব মোহাম্মদ হাসান, মোহাম্মদ আমির হোসাইন, মো. ফরিদুল আলম, নজরুল ইসলাম, উপজেলা আ.লীগ নেতা নুরুর রশিদ চৌধুরী এজাজ, এড. হোসাইন রানা, মোহাম্মদ সাহাব উদ্দিন, সাংবাদিক আবদুল হাকিম রানা, নুরুল ইসলাম চৌধুরী, এন্তেজামিয়া কমিটির আহবায়ক মাহমুদুল হক, যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তালুকদার, সিরাজুল ইসলাম চৌধুরী, মাদ্রাসার সুপার কাজী মুহাম্মদ আতিকুল্লাহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি কোরবান আলী, এম এ করিম, আবদুর রহিম, শফিউল আজম, আলী আজম প্রমুখ। সভা পরিচালনা করেন শিক্ষক কে এম আকতার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের জীবনকে ন্যায় ও সঠিক পথে পচিালনার শিক্ষা দেয়। ইসলামের পথে মানুষকে উদ্ধুদ্ধ করতে হবে। ইসলামের আলোয় নিজের জীবনকে আলোকিত করতে হবে। আল্লাহর নৈকট্য লাভে ইবাদতের পাশাপাশি মাতা-পিতার সেবা করতে হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply