২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৩০/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

শিক্ষা অন্বেষা চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন

     

 

শিক্ষা ও শিশুসাহিত্য বিষয়ক পত্রিকা মাসিক শিক্ষা অন্বেষা’র ১৩ তম বর্ষপূর্তিতে শিক্ষা অন্বেষা ফাউন্ডেশন (সাফ্), চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ও লায়ন্স ক্লাব অব চিটাগাং মডেল স্টার- এর সহযোগিতায় ২৬ জানুয়ারি ২০১৮ শিশু চিত্রাংকন প্রতিযোগিতা সুসম্পন্ন হয়। প্রতিযোগিতা পরিদর্শন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ইসহাক চৌধুরী, নির্বাহী পরিচালন লায়ন মো. জসীম উদ্দিন চৌধুরী, পরিচালক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, এটিএম শহীদুল ইসলাম, রাশেদ চৌধুরী, উদ্যোক্তা সদস্য এবিএম আবদুল কাদের, আলী আকবর চৌধুরী (সেলিম) ও আজীবন সদস্য রাজীবুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য আগামী ১০ ফেব্রুয়ারি ২০১৮ বিকেল ৩টায় মুসলিম হলে, অনুষ্ঠিতব্য শিক্ষা অন্বেষা শিশুমেলায় চিত্রাংকনে তিন কেন্দ্রে (রাঙ্গুনীয়া, কুমিরা ও মহানগর) বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হবে। তাছাড়া শিক্ষা অন্বেষা মেধাবৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ, গুণী শিক্ষক-শিক্ষানুরাগী সংবর্ধনা একই দিন ১০ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মো. ইসহাক চৌধুরী ও মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি শামসুদ্দীন শিশির ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মো. জসীম উদ্দিন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply