৩ মে ২০২৪ / ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:১৬/ শুক্রবার
মে ৩, ২০২৪ ৬:১৬ পূর্বাহ্ণ

উদালিয়া উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি বিদায় সংবর্ধনা

     

সত্যিকার জ্ঞানার্জন ছাড়া স্বপ্নপূরণ সম্ভব নয়
হাটহাজারী উপজেলা উদালিয়া উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুপ এর সভাপতিত্বে গত ২৮ জানুয়ারি সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাজু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালিন কমান্ডার ১নং ফরহাদাবাদ ইউপি সদস্য কমান্ডার বাদশা আলম, মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য মো. জসিম উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম হোসেন বাবুল, সিনিয়র শিক্ষক রওশন আরা আক্তার। শিক্ষার্থীদের মাঝে স্মৃতিচারণ করেন নুসরাত ফারহানা ইভা, মরিয়ম বেগম, মোহাম্মদ আবু আকারিয়ার প্রমুখ।
সভায় প্রধান অতিথি সরওয়ার আলম চৌধুরী বলেন, এই অঞ্চলের মানুষ অত্যন্ত সৌভাগ্যবান বর্তমানে উচ্চ শিক্ষার প্রসারে এই বিদ্যাপীট গুরুত্বপুর্ণ ভুমিকা রেখে যাচ্ছে। অতীতে এখানকার মানুষরা অনেক দুরবর্তী কাটিরহাটে গিয়ে পড়ালেখা করতে হত। বর্তমানে অতি সহজে নিকটবর্তী স্থানে এ প্রজন্মের শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পাচ্ছে। এটা সম্ভব হয়েছে এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সাহায্য, সহযোগিতা ও কিছু উদ্যোগি সৃষ্টিশিল মানুষের কারণে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সত্যিকার জ্ঞানার্জন ছাড়া স্বপ্নপূরণ সম্ভব নয় সুশিক্ষায় আদর্শ সমাজ গড়ার প্রদান উপদান। তোমরা ভালো ফলাফল অর্জন করতে যেমন চেষ্ঠা করবে অনুরুপ বাস্তব জীবনেও সফল একজন মানুষ হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply