২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৩৯/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ

অপ-রাজনীতি,অপ-তৎপরতা, মিথ্যা ও ভুল তথ্য উপাত্ত তুলে ধরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কারও কাম্য হতে পারে না-আ জ ম নাছির উদ্দীন

     

অপ-রাজনীতি,অপ-তৎপরতা, মিথ্যা ও ভুল তথ্য উপাত্ত তুলে ধরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কারও কাম্য হতে পারে না
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্স কাউন্সিলর ফোরাম ১৩ নভেম্বর ২০১৭ খ্রি.সোমবার, সন্ধ্যায়, নগরভবনে মেয়র দপ্তরে মতবিনিময় এবং স্মারকলিপি প্রদান করেন। স্মারকরিপিতে তারা বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর সহ জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া এলাকাগুলোকে চিহ্নিত করে হোল্ডিং ট্যাক্স না বাড়ানো এবং পূর্বে নির্ধারিত পৌরকর এর সাথে ক্ষেত্র বিশেষে ১০ থেক ২০ শতাংশ হারে বৃদ্ধি করে আপিল নিষ্পত্তি করন, ১৯৮৬ সনের কর বিধি সংশোধন, বাংলাদেশের ১১টি সিটি কর্পোরেশনের কর জটিলতা নিরসনে উদ্যোগ গ্রহণ সহ নানা বিষয় তুলে ধরেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র  আ জ ম নাছির উদ্দীন সাবেক কাউন্সিলরদের স্মারকলিপি গ্রহণ করে তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাবেক জনপ্রতিনিধিরা সমাজের গুরত্বপূর্ণ অংশ। তাদের নিকট সমাজের অনেক প্রত্যাশা রয়েছে। সে কারনে তাদের চিন্তা চেতনায় জনকল্যান নিহিত আছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কোন নাগরিকের উপর কর আরোপের কোন ক্ষমতা রাখে না। সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে যেভাবে সিদ্ধান্ত দেন তা কার্যকর করার জন্য মেয়র বাধ্য হন। ১৯৯৪ সন থেকে আজোবধি একই রেইটে পৌরকর নির্ধারিত হয়ে আসছে। বর্তমানে এক টাকাও পৌরকর বাড়ানো হয়নি। তারপরও নানামুখি বিভ্রান্তির বেড়াজালে জনগণকে ভুল বুঝানো হচ্ছে। যা দুঃখজনক। অপ-রাজনীতি,অপ-তৎপরতা, মিথ্যা ও ভুল তথ্য উপাত্ত তুলে ধরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কারও কাম্য হতে পারে না। তিনি সাবেক জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, ২৯ অক্টোবর থেকে চলমান আপিল রিভিউবোর্ডে কোন আপিলকারী অসন্তোষ প্রকাশ করেনি। সকলেই আপিল রিভিউবোর্ডে তাদের মতামত তুলে ধরতে সক্ষম হয়েছে এবং শান্তিপূর্ণভাবে আপিল নিষ্পত্তি হচ্ছে। এযাবত প্রায় ৫৭ হাজার হোল্ডার আপিল আপত্তি দাখিল করেছে। মেয়র বলেন, তার ঘোষনানুযায়ী আদিবাসি, অসচ্ছল, গরীব,নিঃস্ব ও বীর মুক্তিযোদ্ধা সহ আইনদ্বারা যাদেরকে সুযোগ দিয়েছে তাদের সকলকে সর্বোচ্চ ছাড় দেয়া হচ্ছে। অনেকের ট্যাক্স ০% এবং অনেককে নামমাত্র ৫১ টাকা বাৎসরিক পৌরকর ধার্য্য করে দেয়া হচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply