২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৫৮/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে গণকল্যাণমূখী রাজনীতিকে এগিয়ে নিতে হবে-এম এ মতিন

     

 

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সীতাকুণ্ড উপজেলা শাখার কর্মী সম্মেলন শীতলপুর স্কুল মাঠে মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব জননেতা আল্লামা এম এ মতিন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম-সাংগঠনিক সচিব জননেতা সৈয়দ মোজাফ্ফর আহমদ মুজাদ্দেদী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। প্রধান অতিথি আল্লামা এম এ মতিন বলেন, বিদ্বেষ ও প্রতিহিংসার রাজনীতি চলতে থাকায় দেশের প্রত্যাশিত উন্নতি-অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। রাজনীতিতে গুণগত ও নীতিগত পরিবর্তন আনতে না পারলে দেশকে এগিয়ে নেয়া কঠিন হয়ে দাঁড়াবে। তিনি বলেন, খোদাভীতির চেতনাকে জাগ্রত করে এবং রাজনীতিতে নীতি-নৈতিকতা প্রতিষ্ঠিত করে দেশকে শান্তি ও প্রগতির পথে এগিয়ে নিতে হবে। উদ্বোধক সৈয়দ মোজাফ্ফর আহমদ মুজাদ্দেদী বিবদমান দুই বৃহৎ জোটের রেষারেষির রাজনীতির বিপরীতে সুন্নি মতাদর্শের গণমুখী ইনসাফভিত্তিক রাজনীতিকে এগিয়ে নিয়ে গণমানুষের মুক্তি ত্বরান্বিত করার আহ্বান জানান। প্রধান বক্তা মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী বলেন, রাজনীতির নামে হানাহানি-বিদ্বেষ-রেষারেষি আজ প্রবল হয়ে উঠেছে। আদর্শিক রাজনীতি চর্চা ছাড়া জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়। তাই ইসলামী ফ্রন্ট রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্রিয় রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখার সমন্বয়ক মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল আলকাদেরী, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ওবাইদুল মোস্তফা কদমরসুলী, চট্টগ্রাম মহানগর দক্ষিণ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন। বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক যুবনেতা মুহাম্মদ আমান উল্লাহ আমান। মুহাম্মদ আবু মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আতিক উল্লাহ, মাওলানা মুহাম্মদ নছিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, মাওলানা মুহাম্মদ নুরুল আলম, মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন, মুহাম্মদ মোবারক হোসেন সওদাগর, খ ম নজরল হুদা, মাওলানা মুহাম্মদ খোরশেদুল আলম, মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ সিরাজুদ্দৌল্লা, মাওলানা মুহাম্মদ রোকন উদ্দিন ইরফান, মুহাম্মদ সাখাওয়াত হোসাইন, মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ রমজান আলী রুবেল, মুহাম্মদ আলাউদ্দিন সরওয়ার, মুহাম্মদ আলী আকবর ও মুহাম্মদ ইকবাল জাহিদ প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply