জাতীয় দৈনিক একুশে সংবাদ–এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। রঙিন ফুল, শুভেচ্ছা এবং আনন্দঘন পরিবেশে মিলনায়তন পরিণত হয় সাংবাদিকতা অঙ্গনের এক মহামিলনমেলায়। আব্দুল বিন আজিজ-এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ।
এরপর কেক কেটে বর্ষপূর্তীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন পত্রিকার সাবেক ব্যুরোচীফ ও বিশেষ প্রতিনিধি এম এ আজিজ কিরণ। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন বিশেষ প্রতিনিধি অন্তর মাহমুদ রুবেল ও মামুন আনসারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার, ব্যবস্থাপনা সম্পাদক জি এম ফারুক হোসেন এবং সহযোগী সম্পাদক এম. এ সবুর। দ্বৈত সঞ্চালনায় ছিলেন সবার পরিচিত সাংবাদিক গিয়াস উদ্দিন লিটন এবং বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপিকা ও আবৃত্তিশিল্পী সুমা মুৎসুদ্দি।
একুশে সংবাদ পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার বলেন— “আমরা যখন একুশে সংবাদ এর যাত্রা শুরু করি, তখন একটিই অঙ্গীকার ছিল— সত্য, সাহস এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা। বিগত ২৩ বছরে আমরা পাঠকের ভালোবাসা ও আস্থাকে শক্তি হিসেবে পেয়েছি। আমাদের এই যাত্রায় পাঠক, শুভানুধ্যায়ী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার অবদান অনস্বীকার্য। সামনে আরও দায়িত্ব, আরও চ্যালেঞ্জ। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ‘সত্যকে ধারণ করে আমরা আগামী দিনগুলোতেও জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাব।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যারা শুভেচ্ছা জানিয়েছেন – ওয়ার্ল্ড প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান উপদেষ্টা মঈন উদ্দিন কাদেরী শওকত বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ মধু চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনেওয়াজ, চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি ও পূর্ববাংলা পত্রিকার সম্পাদক এম.আলী হোসেন, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) সভাপতি সোহাগ আরেফিন, চট্টগ্রাম মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর, বেসরকারি টেলিভিশন গ্লোবাল টিভির প্রতিনিধি রকিব আহমেদ, শাহ আমানত পত্রিকার প্রতিনিধি মোঃ শাফায়েত মোরশেদ, রাজধানী টেলিভিশন চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরী, দৈনিক আজকালের খবর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ শাকিল, এসো সবাই ছবি আঁকি আর্ট স্কুলের চেয়ারম্যান মোঃ আলমগীর, সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার উপসম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে একুশে সংবাদ পরিবারের প্রতি ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন— সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব ইয়াছিন চৌধুরী আছু ১৯ নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া বিএনপির সভাপতি এটিএম ফরিদ মহানগর যুবদলের পক্ষে গণশিক্ষা বিষয়ক সম্পাদক এম জসিম উদ্দিন ও মোহাম্মদ সোহেল স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ দুলাল জামশেদ ও মোহাম্মদ দেলোয়ার ১৯ নং স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাহিদুর রহমান হীরা ও মোহাম্মদ বেলাল ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আমির চট্টগ্রাম মহানগর শ্রমিক ফেডারেশনের সভাপতি বেলাল হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক এম আমির হোসেন ফ্যাশন ডিজাইনার সংস্থা স্টার ফেয়ার-এর উপদেষ্টা মোহাম্মদ হাসান ও চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন আলো ফ্রেন্ড ফর এভার চট্টগ্রামের পক্ষে চন্দনাইশ অলি আহমেদ কলেজের প্রফেসর নরুদ্দিন মামুন ও নূরুল ইসলাম বিসমিল্লাহ ফিস-এর চেয়ারম্যান মোহাম্মদ জসিম ও বিশিষ্ট সমাজব্যবসায়ী মোরশেদ, দেলোয়ার অংকুর-এর চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ইসমাইল দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মফিজুল ইসলাম ও আরিফুর রহমান ঈগল লাইন পরিবহনের মোহাম্মদ আলামিন বাকলিয়া সূর্য তরুণ ক্লাবের সম্পাদক মোহাম্মদ আবদুল বারেক ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক টেরী বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ এ ছাড়াও আরও অনেকে তারা একুশে সংবাদ পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের উচ্ছ্বাসময় পরিবেশকে আরও মনোরম করে তুলেছেন।
একুশে সংবাদ পরিবারের উপস্থিত সদস্যরা ছিলেন— স্টাফ রিপোর্টার মোঃ অলিউল্লাহ নিজামী, পিন্টু শেখ, সওকত আকবর, প্রিয়া, আকাশ, আলবিন, আব্দুল কাদের, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রাহাত হোসেন, রাকিব সহ অন্যান্য প্রতিনিধি। বক্তারা বলেন— “দীর্ঘ ২৩ বছরের নিরবচ্ছিন্ন যাত্রায় একুশে সংবাদ সত্য, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। জনগণের সীমাহীন ভালোবাসাই এই পত্রিকার এগিয়ে যাওয়ার প্রেরণা।” উপস্থিত পাঠক-অতিথিরা বলেন, “পত্রিকাটি সবসময় সাদাকে সাদা, কালোকে কালো বলেই জনগণের আস্থা অর্জন করেছে।” অনুষ্ঠানের শেষাংশে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে হাস্যউজ্বল পরিবেশে অনুষ্ঠানের সম্পাপ্তি ঘোষনা করা হয়। মেয়র এবং জেলা প্রশাসকের বিশেষ শুভেচ্ছা – ব্যস্ততার কারণে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও মোবাইল ফোনের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম একুশে সংবাদ পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।