জাফর হায়াত নির্লোভ, বিনয়ী ও সৃজনশীল ব্যাক্তি ছিলেন। স্বাধীনতা আন্দোলনে তিনি সক্রীয় মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি দৈনিক ইস্টার্ণ নিউজ ও সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
সাংবাদিক ও মুক্তিযোদ্ধা জাফর হায়াত’র ১০তম মৃত্যুবার্ষিকীতে খতমে কোরাণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়। আজ ১১মে পবিত্র খতমে কোরাণের মাধ্যমে বাদে আছর স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক পূর্ব বাংলা পরিবারের উদ্দোগে এই মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পূর্ব বাংলার সম্পাদক এম. আলী হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা ও শৃংখলা কমিটির আহবায়ক ও বিশ্ব প্রেস কাউন্সিলের নির্বাহী পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত । বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজকল্যাণ পরিষদের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।
অন্যন্যাদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক মিলন বড়ুয়া, ডা. ডি কে ঘোষ, সাবের আহমদ চৌধুরী, সমীরণ বড়ুয়া, সাংবাদিক শাহিন আহমদ ও আয়কর আইনজীবি আলী মুহাম্মদ নিজাম উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথি মইনুদ্দীন কাদেরী শওকত তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার পর যে কয়জন মুক্তিযোদ্ধা সাংবাদিকতায় সম্পৃত্ত হয়েছিলেন তন্মধ্যে জাফর হায়াত ছিলেন অন্যতম। তিনি মূলধারার সাংবাদিকতার সাথে সম্পৃত্ত থেকে দেশ, মাটি ও মানুষের সেবা করা চেষ্ঠা করে গেছেন। তিনি আমাদের চট্টগ্রাম সংবাদপত্র্র পরিষদ , চিটাগাং এডিটরস কাউন্সিল ও পূর্বাঞ্চল সংবাদপত্র্র পরিষদের সদস্য ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন হাফেজ ফজলুল কাদের ও খতমে কোরাণে অংশ নেন এতিমখানার হাফেজগণ ।