মোঃ জাহাঙ্গীর আলম সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ড উপজেলা ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে মানিক গঞ্জে যাওয়ার পথে গাড়ি তল্লাশি চালিয়ে ৬০০ পিচ ইয়াবা সহ এস আই মাসুদ রানা ও এস আই আলাউদ্দিন দুই জন কে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হলেন ১। মোঃ বাবু (৪৪) পিতা মৃত জয়নাব আলী, সাং রূপসা, ইউনিয়ন টুলাইল খানা, উপজেলা শিবরাম, জেলা মানিকগঞ্জ। ২ রশিদা বেগম (৬০) স্বামী মৃত আব্দুল জব্বার সাং উনং চিপ্লাং, রোহিঙ্গা ক্যাম্প ২২,এ -৩,ব্লক,মাঝি রফিক, টেকনাফ, কক্সবাজার।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুল রহমান বলেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে ৩টা৫০মিনিট সময় গাড়ি তল্লাশি চালিয়ে ইয়াবা সহ দুই জন কে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুনঃ