স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে যোগদান করেছেন মোহাং শওকত রশীদ চৌধুরী। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। শওকত রশীদ চৌধুরী আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফতেহ খান বাড়ির মরহুম আমির আহমেদ চৌধুরীর ৩য় সন্তান। তিনি মুঘল সম্রাট শাহ সুজার বংশধর।

শওকত রশীদ চৌধুরী ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর চান্দিনার এসি (ল্যান্ড), বান্দরবানের ইউএনও এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি আইআরডি, স্বাস্থ্য মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়সহ দেশ–বিদেশে সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রশাসন ক্যাডারে তিনি একজন নির্দলীয় ও সুদক্ষ কর্মকর্তা হিসেবে সমধিক পরিচিত।

শিক্ষাজীবনে তিনি চবি অর্থনীতি বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর এবং নর্দার্ন ইউনিভার্সিটি থেকে গভর্নেন্স স্টাডিজে ডিপ্লোমা ও মাস্টার্স এবং ইংল্যােন্ডের  ব্রাডফোর্ড ইউনিভার্সিটি থেকে ফাইনান্সিয়াল ইকনোমিকসে মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার মেকওয়ে ইউনিভার্সিটি, থাইল্যান্ডের মাহিদোল ইউনিভার্সিটি এবং ইন্দোনেশিয়ার মিনিস্ট্রি অব হেলথ থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে শওকত রশীদ চৌধুরী জাপান, ভারত, ইংল্যান্ড, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ