বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) উদ্যোগে জুলাই বিপ্লবের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই বুধবার সকাল ১১টায় কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিপিসি’র চেয়ারম্যান। সভায় বিপিসি এবং এর অধীনস্থ বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিপ্লব দেশের রাষ্ট্রপরিচালনায় নতুন দিগন্ত উন্মোচন করে।’ তারা আরও বলেন, ‘শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস।’
আলোচনা শেষে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।



