এমএকে.জিলানী,নাচোল,চাঁপাইনবাবগঞ্জঃ

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে লক্ষ্য করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় যুবক, যুব মহিলা ও তরুন উদ্যোক্তাদের অংশগ্রহণে যুব দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে নাচোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে মিলিত হয়। সেখানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রায় শতাধিক যুবক, যুব মহিলা ও তরুন উদ্যোক্তাদের অংশগ্রহণে যুব দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাচোল শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেন, সানপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি ফাইজুর রহমান, নারী আত্মকর্মী রোমানা আলম, ও নাচোল ক্রীড়া যুব সংঘের উপদেষ্টা প্রভাষক তৌহিদ হোসেন।

আলোচনা শেষে ৩০জন প্রশিক্ষিত যুব ও যুবমহিলার মাঝে সনদ এবং ১৯জন সফল উদ্যোক্তার মাঝে ১৮লাখ ৯০হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ