২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:২১/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ২:২১ পূর্বাহ্ণ

জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় গরীব সিএনজি ট্যাক্সি চালকদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধের দাবী

     

খুন-ধর্ষণ, চাঁদাবাজিসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামী জামাল শেখ গং কর্তৃক সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকা থেকে আরেফিন নগর পর্যন্ত সড়কে চলাচলরত গরীব-অসহায় সিএনজি অটোরিক্সা চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের প্রতিবাদে এবং অবিলম্বে এ চাঁদাবাজি বন্ধের দাবীতে বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগ, চট্টগ্রাম উত্তর জেলা শাখা কমিটির এক প্রতিবাদ সমাবেশ  সকালে উত্তর জেলা কমিটির আহবায়ক মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইয়াছিনের সঞ্চালনায় সংগঠনের দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, খুন-ধর্ষণ, চাঁদাবাজিসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামী, জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তির ত্রাস জামাল শেখ প্রকাশ অন্ধ কল্যাণের জামাল ও তার অপরাপর সহযোগীরা নিজেদের উত্তর জেলা অটোরিক্সা শ্রমিক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক দাবী করে সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকা থেকে আরেফিন নগর পর্যন্ত এলাকায় চলাচলরত প্রায় ৩ শতাধিক সিএনজি চালকদের জিম্মি করে বেপরোয়া চাঁদাবাজি ও বাধ্যতামূলকভাবে ওই অবৈধ কমিটির সদস্য বানানোর নামে জনপ্রতি চালকদের কাছ থেকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জোরপূর্বক চাঁদাবাজি করছে। কেউ এসব চাঁদাবাজির প্রতিবাদ করলে, তাদেরকে শারিরীক নির্যাতনসহ সন্ত্রাসীরা নানাভাবে হয়রানি করছে। তাঁরা অবিলম্বে উক্ত চাঁদাবাজি বন্ধসহ জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দানের জন্য প্রশাসনিক মহলের নিকট জোর দাবী জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ সালাউদ্দিন ড্রাইভার, আবুল কাশেম, জয়নাল আবেদীন, গোলাম মোস্তফা, আব্দুল জলিল, জানে আলম, ফিরোজ আহমেদ, শফিকুর রহমান, জীবন শর্মা, মো. আলাউদ্দিন প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply