১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৩৪/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল

     

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছাত্র/ছাত্রীদের কাছ থেকে বর্ধিত ফি’র নামে অতিরিক্ত টাকা আদায়, শিক্ষা সামগ্রীর মূল্যবৃদ্ধি, শিক্ষার্থীদের পরিবহন ভাড়া অর্ধেক করা, বিসিএস, মেডিকেল, বুয়েট সহ পাবলিক বিশ্ববিদ্যালয় ও এস.এস.সি-এইচ.এস.সি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষা সমূহে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, পরীক্ষা চলাকালীন সময় যানজট নিরসন, বাজেটে শিক্ষাখাতে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্ধ বাড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সৃজনশীল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছেন নগর ছাত্রদল নেতৃবৃন্দ। নগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে আজ ১৫ ফেব্রুয়ারি  সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন এর কার্যালয়ে যান নগর ছাত্রদল নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের স্মারকলিপিটি গ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেল, জমির উদ্দিন নাহিদ, হালিশহর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ কবির, নগর ছাত্রদল নেতা সামিয়াত আমিন জিসান, মনোয়ার হোসেন নিশাত, মোঃ রায়হান, মোঃ হানিফ, বাপ্পি দে, কামরুল ইসলাম কুতুবী, এম.এ. আজিজ, দেলোয়ার হোসেন, মোঃ নাজিম উদ্দিন, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ বিপ্লব সহ বিভিন্ন থানা ও কলেজ নেতৃবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply