১৪ মে ২০২৪ / ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৪৬/ মঙ্গলবার
মে ১৪, ২০২৪ ৭:৪৬ পূর্বাহ্ণ

বিশ্ব মুসলিম সংহতি পরিষদ, চট্টগ্রাম এর প্রতিবাদ সভায় বক্তাগণ মায়ানমারে গণহত্যা বন্ধ কর

     

 

মায়নমারে রোহিঙ্গা মুসলিম নর-নারীকে নির্বিচারে হত্যার প্রতিবাদে “বিশ্ব মুসলিম সংহতি পরিষদ”, চট্টগ্রাম কর্তৃক এক প্রতিবাদ সভা আজ রবিবার বিকেলে ৫.০০ ঘটিকায় আন্দরকিল্লা জামে মসজিদের উত্তর গেইট চত্বরে পরিষদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এস.এম. শামসুল আলম চৌধুরী নানুপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদের মহাসচিব কলামিষ্ট মাহমুদুল হক আনসারী বলেন রোহিঙ্গায় মুসলিম নর-নারীদের উপর যেভাবে হত্যাজজ্ঞ চালানো হচ্ছে তাতে বিশ্ব বিবেক হতবাক। জাতিসংঘের সাবেক মহাসচিব কপি আনান বার্মায় সফরের মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন বন্ধ করে নাগরিকত্ব প্রদান করার আহবান জানানোর পর পুনরায় তাদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। প্রতিদিন সেখানে শত শত মুসলিম নারী শিশুকে হত্যা ও নির্যাতন করা হচ্ছে। তাদেরকে বাড়িঘর ছেড়ে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। টেকনাফ বর্ডারে হাজার হাজার রোহিঙ্গা শরনার্থী এখন মানবেতর জীবন যাপন করছে। তাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে আসছে। জনাব আনসারী আরও বলেন বাংলাদেশের মত জনবহুল দেশে অন্যদেশের নাগরিকের ভারসাম্য রক্ষা করার মতো ক্ষমতা নেই। তারপরও বাংলাদেশের সরকার এ পর্যন্ত কয়েক লক্ষ রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে। সভায় আরও বক্তব্য রাখেন যথাক্রমে জাতীয় মানবাধিকার সোসাইটির মহানগর সহ-সভাপতি নুরুল ইসলাম বাচ্চু, সাংবাদিক আফছার উদ্দিন লিটন, কাজী নাজমুল হাসান সেলিম, সাংবাদিক কে.এম. আলী হাসান, সাংবাদিক শামসুল করিম লাভলু, মাওলানা নুর মোহাম্মদ প্রমূখ। সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা এস.এম. শামসুল আলম চৌধুরী নানুপুরি বলেন বিশ্বের যেকোন অঞ্চলে মুসলমানরা নির্যাতিত হলে তাদের পাশে দাড়ানো ঈমানি দায়িত্ব। আমরা যুদ্ধ করেছি সব ধর্ম গোত্রের মানুষের মানবাধিকার রক্ষার জন্য। আজকে মায়ানমারে চরম ভাবে মানবাধিকার লঙ্গিত হচ্ছে। নারী ও শিশুদেরকে  লোমহর্ষক ভাবে নির্যাতন করা হচ্ছে। বিশ্বের নেতৃবৃন্দকে বলব মায়ানমার সরকারের সাথে সবধরনের সম্পর্ক ছিন্ন করে চাপ সৃষ্টি করার জন্য। সভা শেষে মায়ানমার সহ দুনিয়ার মুসলমানদের সুখ ও শান্তির জন্য মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply