২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:০৬/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সবকটি সংসদীয় আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) এর পক্ষে একযোগে মনোনয়ন জমা

     

এবারকার দ্বাদশ নির্বাচন ইসির জন্য বিশাল এক চ্যালেঞ্জ- অধ্যক্ষ আল্লামা জুবাইর

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) নিবন্ধন নং ৩০ এর উদ্যোগে ৩০ নভেম্বর ‘২৩ বৃহস্পতিবার চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চট্টগ্রামের সবকটি সংসদীয় আসনে মনোনয়ন ফরম জমাদান করা হয়।
চট্টগ্রাম মিরসরাই -১ আসন- মাওলানা আব্দুল মান্নান , চট্টগ্রাম ফটিকছড়ি-২ আসন- এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম,  চট্টগ্রাম সন্দ্বীপ- ৩ আসন- আব্দুর রহিম আজাদ, চট্টগ্রাম সীতাকুণ্ড- ৪ আসন- মাওলানা মোজাম্মেল হোসাইন, চট্টগ্রাম- ৫ হাটহাজারী আসন- অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, চট্টগ্রাম – ৬ রাউজান আসন- স ম জাফর উল্লাহ
চট্টগ্রাম – ৭ রাঙ্গুনিয়া আসন- মাওলানা আহমদ রেজা,  চট্টগ্রাম -৮ বোয়ালখালী আসন- দলের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, চট্টগ্রাম -৯ কোতোয়ালি আসন- আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ , চট্টগ্রাম -১০ ডবলমুরিং আসন- দলের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, চট্টগ্রাম -১১ বন্দর- পতেঙ্গা আসন- দলের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, চট্টগ্রাম -১২ পটিয়া আসন- মাওলানা কাজী মোহাম্মদ জসিম উদ্দীন
চট্টগ্রাম -১৩ আনোয়ারা কর্ণফুলী আসন- মাওলানা স ম হামেদ হোসাইন, চট্টগ্রাম -১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক – মাওলানা আবুল হোসেন কালিয়াইশী, চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসন- মাওলানা আব্দুল মালেক আশরাফি।

উল্লেখ্য যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১০ ও চট্টগ্রাম-১১ দু’টি সংসদীয় আসনে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর মনোনয়ন ফরম জমা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম, ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর, স ম শহিদুল হক ফারুকী, মোহাম্মদ আলম রাজু, মাওলানা আবদুর রহিম তৈয়বী, স ম শওকত আজিজ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডাঃ হাসমত আলী তাহেরী, ইলিয়াস খান ইমু, এইচ এম সাদেক, মোহাম্মদ আবদুর রহিম, শাহজাদা মঈনউদ্দীন সঞ্জরী, মাওলানা মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডাঃ হাসমত আলী তাহেরী, মোহাম্মদ নাছির উদ্দিন, হারিস উদ্দীন দৌলতী, আবু নোমান বাদশা, মাওলানা ইদ্রিস আলকাদেরী, কাজী আহসানুল আলম, মাওলানা নুরুল আলম, প্রমূখ। এসময় অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর গণমাধ্যমকে বলেন- এবারকার নির্বাচন ইসির জন্য বিশাল এক চ্যালেঞ্জ। এ নির্বাচনের মাধ্যমে ইসির উপর ভোটারদের আস্থাহীনতার সংকট দুর করার যথেষ্ট সুযোগ রয়েছে। কেননা এখন দেশের জনগণের নিকট একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অধিকতর প্রত্যাশিত। তাই এ মাহেন্দ্রক্ষণে ইসিকে সর্বপ্রকার অবৈধ প্রভাব ও চাপের উর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply