২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৫৬/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:৫৬ পূর্বাহ্ণ

ছাত্র-ছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তুলুন-জব্বার

     

 

বাংলাদেশ সরকারের ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমাদের প্রজন্মকে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদান করতে হবে। ছাত্র-ছাত্রীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। আমাদের ছেলে মেয়েদের সু-সন্তান হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের ভূমিকা অপরিসীম। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকের পাশাপাশি অভিভাবক, পিতা-মাতাকেও ভূমিকা রাখতে হবে।

৭ ফেব্রুয়ারি ২০১৮ দুপুরে আগারগাঁওস্থ ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সভা কক্ষে ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার সাথে চট্টগ্রাম নগরীর সানোয়ারা আবাসিক এলাকাস্থ আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পরিষদের সভাপতির সৌজন্য স্বাক্ষাত কালে মন্ত্রী উপরোক্ত কথাগুলো বলেন। এইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ হোসেন মুরাদ, ডাঃ মোঃ শাহজাহান, মোঃ সেলিম উদ্দিন, কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, মোঃ মাসুদ আলম, অধ্যক্ষ মুহাম্মদ ইউনুছ কুতুবী প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply