২১ মে ২০২৪ / ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:২১/ মঙ্গলবার
মে ২১, ২০২৪ ২:২১ অপরাহ্ণ

সুন্নিয়তের খেদমতে যারা নিয়োজিত তারা তাদের অবদানের ফল পাবে আখেরাতে- এম. মনজুর আলম

     

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আঞ্জুমান-ই রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, সুন্নিয়তের খেদমতে যারা নিয়োজিত তারা তাদের অবদানের ফল পাবে আখেরাতে। তিনি বলেন, রাজনীতিতে নানা মত ও পথের পার্থক্য থাকলেও সুন্নিয়তের জন্য সবাইকে একজোট হয়ে পবিত্র ইসলামের প্রচার ও প্রসারে সবাইকে অবদান রাখতে হবে। ১৫ জুলাই ২০২৩ খ্রি. সকালে সাবেক মেয়র এম. মনজুর আলমের সাথে তার বাসভবনে খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের একদল নেতাকর্মীর সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোরান ও রসূলের হাদিস ব্যাপক হারে প্রচার এখন সময়ের দাবী। নানাভাবে ফেতনা ফ্যাসাদে মানুষ জড়িয়ে পড়ছে, তাদের সৎপথে আল্লাহ রাসূলের পথে দাওয়াত পৌছানো এখন খুবই জরুরী। এ সময় খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি সাবেক পৌর মেয়র মো: রফিকুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট আকতার উদ্দিন মামুন, সহ-সভাপতি মাওলানা আবু তাহের আনছারী অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। তারা সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলমের মসজিদ এতিমখানা, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসা সেবা, অলি আউলিয়াদের খেদমত ও আর্ত মানবতার সেবার প্রশংসা করেন। তারা এ মেয়রের মাধ্যমে চলমান সুন্নিয়তের খেদমতগুলো উপমা হিসাবে সকলকে গ্রহণ করার পরামর্শ দেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply