১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:০৮/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ

ডাকসুর সমাজসেবা সম্পাদকের উপর ছাত্রলীগের হামলা

     

  ঢাকা বিশ্ববি্যালয় প্রতিনিধি
     বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আক্তারের হোসেন ও ঢাবি অধিভুক্ত সরকারী ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারী মেয়েদের উপর ছাত্রলীগ নেতা কর্মীদের কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ২টায় দিকে ঢাবির মল চত্ত্বরে সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রলীগের সহ-সম্পাদক রাব্বীর নেতৃত্বে অতর্কিত এই হামলা চালানো হয়। হামলাকারী ছাত্রলীগ নেতা জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও হলের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজার অনুসারী।
হামলার বিষয়ে আহত আক্তার হোসেন বলেন, আমি মল চত্তরে দাড়িয়েছিলাম। তখন জহু হলের সহ সম্পাদক রাব্বীর নেতৃত্বে হঠাৎ করে একদল ছাত্রলীগ কর্মী আমাদের উপর অতর্কিত হামলা করে। আমাদের সাথে যে মেয়েরা ছিল তাদেরও লাঞ্ছিত করে। তিনি আরো বলেন, আমরা সেখান থেকে দৌঁড়ে পালিয়ে আসি। এদিকে, সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নির্বিঘ্ন তথা ক্লাস পরীক্ষা সচল রাখার দবিতে দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগে। সমাবেশে ডাকসুর ভিপি নুরুল হক এবং সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন ছাত্রলীগ। সমাবেশ শেষে উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। সারজমিনে গিয়ে দেখা যায়, এসময় উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ থাকলে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এর নেতৃত্বে জোর করে তালা ভেঙে আন্দোলনকারীদের হটিয়ে তারা ভেতরে প্রবেশ করে। এই সময় নারী আন্দোলনকারীদের লাঞ্ছিত এবং হতাহতের ঘটনা ঘটে। তখন জোর করে আন্দোলনকারী দের ঘটনাস্তল ত্যাগ করতে বাধ্য করে। এ সময় তার আন্দোলনকারীদের বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে। এর কিছুক্ষণের মধ্যেই ডাকসু ভিপি নুরুল হক নুর এর নেতৃত্বে সমাজসেবা সম্পাদক এর উপর হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ করেন।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply